বালিয়াডাঙ্গী (ঠাকুরগাঁও) প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় জমিসংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে আনসার (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে উপজেলার আমজানখোর ইউনিয়নের মোমিনটোলা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত আনসার (৫০) উপজেলার রত্নাই মোমিনটোলার গ্রামের মৃত নিয়াশু মোহাম্মদের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, বালিয়াডাঙ্গী উপজেলার মোমিনটোলা গ্রামে দীর্ঘদিন ধরেই ৮ শতক জমি নিয়ে বিরোধ চলে আসছিল। সেই জমিতে ১৯ ডিসেম্বর বৃহস্পতিবার সকালে নিহত আনসার মিয়া ওই জমিতে হাল চাষ করতে গেলে এ সময় অপরপক্ষের আনসারুলের লোকজন আনসারকে মারাধর করে। এসময় স্থানীয়রা তাকে উদ্ধার ঠাকুরগাঁও ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে নিয়ে এলে ডাক্তার মৃত ঘোষণা করেন।
নিহত আনসারের স্ত্রী হাজেরা বলেন, আমি আমার স্বামীর হত্যার বিচার চাই।
বালিয়াডাঙ্গী থানার অফিসার ইনচার্জ মো: শওকত আলী সরকার বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছি। হত্যাকাণ্ডের সাথে জড়িত নজরুল নামে এক দোষী ব্যক্তিকে তাৎক্ষণিক আটক করা হয়েছে। নিহত আনসারের লাশ পোস্টমর্টেমের জন্য মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে।