বালিয়াডাঙ্গী (ঠাকুরগাঁও) প্রতিনিধি: শনিবার দিনব্যাপী ঠাকুরগাও জেলার বালিয়াডাঙ্গীতে আন্ত: উপজেলা ক্বেরাত, হাম ও নাত প্রতিযোগিতা অত্যন্ত যাঁকজঁমক ভাবে অনুষ্ঠিত হয়।
বালিয়াডাঙ্গীর জনৈক এক প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষকের আয়োজনে আজ হাসিনা স্মৃতি শিশু সদন মাঠে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
এতে বালিয়াডাঙ্গী উপজেলার ১৫ টি মাদরাসার হতে তিন জন করে শিক্ষার্থী অংশ গ্রহন করে। ক্বেরাত, হাম ও নাথসহ তিন ক্যাটাগড়িতে ১২ জনকে পুরস্কৃত করা হয়। প্রতি ক্যাটাগড়িতে প্রথম পুরস্কার তিন হাজার টাকা দ্বিতীয় পুরস্কার দুই হাজার টাকা তৃতীয় পুরস্কার ১২ শত টাকা ও চতুর্থ পুরস্কার আট শত টাকা করে প্রত্যেকে পুরস্কৃত করা হয়। প্রতিযোগীতায় দেড় শতাধিক বিভিন্ন মাদরাসার শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
প্রতিযোগীতায় বিচারক ছিলেন তিন জন।এঁরা হলেন পঞ্চগড় মাদরাসার পরিচালক হাফেজ মো. আব্দুল মোমিন, মাওলানা ক্বারী মো. আফজাল হোসেন ও হাফেজ মাওলানা মো.তরিকুল ইসলাম।
এ সময় অতিথী ছিলেন বালিয়াডাঙ্গী সমিরউদ্দীন স্মৃতি মহাবিদ্যালয়ের সহযোগী অধ্যাপক সাবেক অধ্যক্ষ আব্দুস সামাদ, সহযোগী অধ্যাপক রায়হানুল হক ও লাহিড়ী ফাজিল মাদরাসার আরবী শিক্ষক আবু আমজাদ।
সমিরউদ্দীন স্মৃতি মহাবিদ্যালয়ের সাবেক সহযোগী অধ্যপাক মো.আব্দুস সামাদ বলেন, এ প্রতিযোগীতাটি বালিয়াডাঙ্গীতে প্রথম। এমন প্রতিযোগীতা বা চর্চা চলমান থাকলে মাদরাসার শিক্ষার্থীরা জ্ঞান চর্চায় আরো এগিয়ে যাবে।