রংপুর, ২৫শে আষাঢ়, (৯ই জুলাই):
‘বাল্যবিবাহ নিরোধ ঘণ্টা’ উদ্ভাবনী উদ্যোগের আওতায় রংপুরের গংগাচড়ায় স্কুল পর্যায়ে সমাবেশ ও শপথ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৯ই জুলাই) মহিলা বিষয়ক অধিদপ্তরের রংপুর জেলা কার্যালয়ের ব্যবস্থাপনায় গজঘণ্টা স্কুল অ্যান্ড কলেজে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলাপ্রশাসক মোহাম্মাদ মোবাশ্বের হাসান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গজঘণ্টা স্কুল অ্যান্ড কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি আলী মোঃ শরিফুল আলম।
প্রধান অতিথির বক্তৃতায় জেলাপ্রশাসক বলেন, বাল্যবিবাহ একটি সামাজিক ব্যাধি। বাল্যবিবাহ প্রতিরোধে শিক্ষার কোনো বিকল্প নেই। মেয়েদের শিক্ষার ব্যাপারে শিক্ষক, অভিভাবক-সহ সংশ্লিষ্ট সকলকে আন্তরিক হতে হবে। কোথাও বাল্যবিবাহ সংঘটিত হলে স্থানীয় প্রশাসনকে অবহিত করতে হবে। কোনো মেয়েকে যেন ১৮ বছরের আগে বিয়ে দেওয়া না হয়, সেজন্য তিনি শিক্ষক, অভিভাবক-সহ নেতৃস্থানীয় ব্যক্তিগণকে সচেতন থাকার আহ্বান জানান।
অনুষ্ঠানে গংগাচড়া উপজেলা নির্বাহী অফিসার নাহিদ তামান্না, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক মোছাঃ সেলোয়ারা বেগম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মৌসুমী আখতার ও গজঘণ্টা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লিয়াকত আলী উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শেষে জেলাপ্রশাসক মোহাম্মাদ মোবাশ্বের হাসান গজঘণ্টা স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের বাল্যবিবাহ নিরোধ বিষয়ক শপথবাক্য পাঠ করান।