বোদা (পঞ্চগড়) প্রতিনিধি ঃ আগামী ২১ মে অনুষ্ঠেয় দ্বিতীয় ধাপে পগড়ের বোদা উপজেলা পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য তিনটি পদে মোট ১৮ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন। এদের মধ্যে চেয়ারম্যান পদে ৮জন, ভাইস-চেয়ারম্যান পদে ৭ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে-৩ জন প্রাথী রয়েছেন। গতকাল রবিবার মনোনয়ন পত্র দাখিলের শেষ দিনে উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে যারা মনোনয়নপত্র দাখিল করেছেন তারা হলেন বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক আলম টবি, উপজেলা আওয়ামীলীগের য়ুগ্ন সম্পাদক ও বোদা গালস স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক রবিউল আলম সাবুল, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক রাসেদ প্রধান, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক ও সাবেক ইউ;পি চেয়ারম্যান সায়েদ জাহাঙ্গীর হাসান সবুজ, বিএনপির নেতা মোঃ আব্দুল মান্নান, মোঃ হাবিব আল আমিন ফেরদৌস, নিদলীয় প্রার্থী মোঃ মহি উদ্দীন, রাজীব কুমার বক্সী। অপরদিকে, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেন বর্তমান উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মকলেছার রহমান জিল্লুর, মোঃ আসাদুল্লাহ, দেব নারায়ন রায়, প্রদ্যুৎ কুমার বর্মন, হেমন্ত কুমার সেন, জীতেন্দ্র নার্থ বর্মন, মোঃ মোরছালিন বিন মমতাজ (রিপন)। এছাড়া উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন বর্তমান উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান লক্ষী রানী বর্মন, মোছাঃ লাইলী বেগম, জিবুন্নাহার মুক্তা। এ বিষয়ে উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ তকদির আলী সরকার জানান, বোদা উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ২১ মে। বাছাই পর্ব আগামী ২৩ এপ্রিল। প্রত্যাহার ৩০ এপ্রিল। প্রতীক বরাদ্ধ ২ মে। এদিকে ২য় দফা নির্বাচনের তফসিল ঘোষনার সাথে সাথে বোদা উপজেলা সর্বত্র উপজেলা পরিষদ নির্বাচন সরগরম হয়ে উঠেছে। নির্বাচনকে ঘিরে উপজেলা সহ গ্রাম লে শুরু হয়েছে নানা জল্পনা-কল্পনা। প্রার্থীরা বিভিন্ন পেশাজীবি মানুষের সাথে শুভেচ্ছা বিনিময়, মতবিনিময় সহ দোয়া কামনা করছেন। প্রার্থীরা এলাকার উন্নয়নে নানা প্রতিশ্রুতি দিচ্ছেন বলেও জানা গেছে।ঔ