প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ৩০, ২০২৪, ১:৪২ এ.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারি ৫, ২০২৪, ১:০৯ অপরাহ্ণ
ব্যারিস্টার সাদিকের শীতবস্ত্র লেপ পেয়ে খুশি শীতার্তরা
লোকায়ন রিপোর্ট: হামারতি যে জার, কম্বল দিয়া ঠান্ডা যায় না। আইজকা লেপ দিল হামাক ব্যারিস্টার। হামার এলাকার ছুয়া ঢাকাত থাকেও মনে রাখিছে হামার কথা। শীতত সবাই কম্বল দেছে। কম্বল দিয়া জার পালায় না। লেপ গাত দিয়া এলা আরামে ঘুমাবা পারিম।
লেপ পাওয়ার পরে এভাবেই আনন্দে কথাগুলো বলছিলেন শীতার্ত মোখলেসা বেগম।
সোমবার বিকালে ঠাকুরগাঁওয়ের ভূল্লী থানার বালিয়া এম.সি উচ্চ বিদ্যালয় মাঠে দুই শতাধিক দুস্থ, অসহায় ও নিম্ন আয়ের শীতার্ত মানুষেরদের মাঝে শীতবস্ত্র হিসেবে লেপ বিতরণ করেন ডেপুটি অ্যাটর্নী জেনারেল ব্যারিস্টার নুর উস সাদিক চৌধুরী।
এসময় জেলা আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক আশরাফুল হক চৌধুরী, জেলা যুবলীগের উপ-দপ্তর সম্পাদক এস এম শাওন চৌধুরী, জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক ফরহাদুল চৌধুরী রিংকু, বালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুলফিকার আলি ভুট্টো উপস্থিত ছিলেন। এ ছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ব্যারিস্টার নুর উস সাদিক চৌধুরী বলেন, শীতের সময় আমাদের জেলার মানুষের অনেক বেশী কষ্ট ভোগ করতে হয়৷ তীব্র শীতে নাজেহাল হয়ে পড়ে জীবন ব্যবস্থা৷ নিজ জেলার মানুষের কষ্টে খানিকটা স্বস্তির জন্য এমন ক্ষুদ্র আয়োজন। সকলে দোয়া করলে আগামীতে আরো মানুষের পাশে দাড়ানো সম্ভব হবে৷ সেই সাথে জেলার বিত্তবানদের এগিয়ে আসার আহবান জানাই।
স্বত্ব © ২০২৪ দৈনিক লোকায়ন