প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২২, ২০২৪, ১:২৩ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ৩০, ২০২৩, ৬:৩৮ পূর্বাহ্ণ
ব্রাজিলের প্রতীক্ষার অবসান ঘটিয়ে রিয়ালে আনচেলত্তির নতুন চুক্তি
আগামী বছর গ্রীষ্মে রিয়াল মাদ্রিদের সঙ্গে চুক্তি শেষে ব্রাজিলে যোগ দিবেন কার্লো আনচেলত্তি- চলতি মৌসুমের শুরুতে এই গুঞ্জন জোরেশোরে উঠেছিল। গত বছরের বিশ্বকাপে হতাশাজনক বিদায়ের পর থেকে তাকে নজরে রেখেছিল দলটি। তার অপেক্ষায় থেকে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা স্থায়ীভাবে কোনও কোচ নিয়োগ করেনি। তাদের প্রতীক্ষার হৃদয়বিদারক অবসান ঘটলো। ব্রাজিলে যাচ্ছেন না আনচেলত্তি। ইতালিয়ান কোচ রিয়ালের সঙ্গে আরও দুই বছর থাকতে নতুন চুক্তি করছেন।
শুক্রবার রিয়াল ঘোষণা দেয়, ২০২৬ সালের জুন পর্যন্ত রিয়াল মাদ্রিদের কোচ থাকতে চুক্তি করার সম্মতি দিয়েছেন আনচেলত্তি। ৬৪ বছর বয়সী ইতালিয়ান কোচ ২০২১ সালে ক্লাবটিতে ফিরে প্রথম মৌসুমেই লা লিগা ও চ্যাম্পিয়নস লিগ জেতেন।
মাদ্রিদ ক্লাবের সঙ্গে আনচেলত্তির বর্তমান চুক্তির মেয়াদ ২০২৪ সালের জুন পর্যন্ত। সম্পর্কটা আরও লম্বা করতে রাজি হয়েছেন তিনি। আর ব্রাজিলে যাওয়ার গুঞ্জনে ইতি টেনেছেন।
শুক্রবার ক্লাব এক বিবৃতি দেয়, ‘রিয়াল মাদ্রিদ ও কার্লো আনচেলত্তি আমাদের কোচের চুক্তির মেয়াদ ২০২৬ সালের ৩০ জুন পর্যন্ত বাড়াতে সম্মত হয়েছে। পাঁচ মৌসুমে রিয়াল মাদ্রিদ কোচ হিসেবে তিনি ১০টি ট্রফি: দুটি চ্যাম্পিয়নস লিগ, দুটি ক্লাব বিশ্বকাপ, দুটি ইউরোপিয়ান সুপার কাপ, একটি লিগ টাইটেল, দুটি কোপা দেল রে ও একটি স্প্যানিশ সুপার কাপ জিতেছেন। কার্লো আনচেলত্তি একমাত্র কোচ যিনি চারটি ইউরোপিয়ান কাপ জিতেছেন এবং প্রতিযোগিতার ইতিহাসে সবচেয়ে বেশি (১১৮) জয় পেয়েছেন। পাঁচটি বড় ইউরোপিয়ান লিগে শিরোপা জেতা প্রথম কোচও তিনি।’
স্বত্ব © ২০২৪ দৈনিক লোকায়ন