ঠাকুরগাঁও প্রতিনিধি:
ছাত্র-জনতার আন্দোলনে দুই হাজার মানুষকে খুন করেছে শেখ হাসিনা দাবি করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেন, আওয়ামীলীগ তার অপকর্মের ফল ভোগ করছে। দেশের মানুষের বিরুদ্ধে অবস্থান নিয়ে আজ দেশ ছাড়া হয়েছেন।
ফখরুল পার্শ্ববর্তী দেশ ভারতকে উদ্দেশ্য করে বলেন, আমরা প্রতিবেশি হয়ে থাকতে চাই। যদি আমাদের উপর কোন অন্যায় অত্যাচার হয়, তবে পাল্টা জবাব দেওয়া হবে।
তিনি আজ জেলার হরিপুর উপজেলা বিএনপি আয়োজিত স্থানীয় ঈদগাঁহ ময়দানে সম্প্রীতি ও গণতন্ত্র রক্ষায় ফ্যাসিস্ট খুনি হাসিনা ও তার দোসরদের বিচারের দাবিতে এক জনসভায় এসব কথা বলেন।
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল নতুন করে দেশ স্বাধীনের পর ঠাকুরগাঁওয়ে প্রথম জনসভায় বলেন, সনাতনী ধর্মালম্বীদের মানুষ এই দেশের আমানত। এই আমানত রক্ষায় সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
মির্জা ফখরুল আওয়ামীলীগের সাধারণ সম্পাদককে উদ্দেশ্য করে বলেন, ঠাকুরগাঁওয়ের বাড়িতে আপনি আশ্রয় চেয়ে ছিলেন। এখন আপনাকে খুজছে দেশের মানুষ।
মির্জা ফখরুল দেশকে সুন্দর ভাবে সাজাতে সরকারের কর্মকর্তাদের ভাল হওয়ার সুযোগ দিয়ে সকলকে ঐক্যবদ্ধ থেকে কাজ করার আহ্বান জানান।
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন,গত ১৫-১৬ বছরে সব রকম ভাবে আমাদের নির্যাতন করা হয়েছে।বিএনপি- জামায়াত করার কারনে আমাদের জেলে রাখা হয়েছে।নির্যাতনের স্ট্রীম রোলার চালানো হয়েছে।
মির্জা ফখরুল ইসলাম বলেন, আল্লাহ সীমালঙ্ঘন কারীকে ক্ষমা করেননা৷ তিনি যাকে খুশি মালিক বানান আবার যাকে খুশি ফকির বানিয়ে দেন৷ শেখ হাসিনা নিজেকে রাজরাণী মনে করেছিল। তাকে দেশ ছেড়ে পালিয়ে যেতে হয়েছে। গণভবনে ছাত্র-জনতার আগমন দেখে ভয়ে হেলিকপ্টারে করে ভারতে পালিয়েছেন৷ প্রভাবশালী হাসিনা ভয়ে ভারতে গিয়ে করুণ অবস্থায় আশ্রয় নিয়েছেন৷
তিনি বলেন,আমি নিজে এগারো বার কারা বরণ করেছি। যারা আমাদের উপর নির্যাতন করেছে। আমাদের শাসন করেছে, জমি দখল করেছে তারা এখন জেলে৷ বিএনপি-জামায়াতের মানুষদের নির্যাতন করার জন্য তারা আয়নাঘর বানিয়েছিলেন। গোলাম আজমের ছেলে আজমীকে ৮ বছর ধরে আয়নাঘরে নির্যাতন করেছে৷ আমাদের অনেক নেতা-কর্মীকে তারা গুম করেছে। এখনো অনেক মানুষের খবর আমরা পাইনি৷
আমাদের সবার কাছে প্রিয় হতে হবে৷ আওয়ামীলীগের মতন আচরণ করলে তাদের মতন আমাদের পরিণত হবে৷
এ সময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সাল আমীন, উপজেলা বিএনপির সভাপতি জামাল উদ্দীন,সাধারণ সম্পাদক আবু তাহের সহ জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে তিনি মির্জা ফখরুল জেলার বালিঢাডাঙ্গী উপজেলার সমির উদ্দিন স্মৃতি মহাবিদ্যালয় মাঠে স্থানীয় বিএনপি আয়োজিত জনসভায় যোগ দেন।