পিআইডি, রংপুর:
গত পাঁচ বছরে মহিলা বিষয়ক অধিদপ্তর রংপুরের দেড় হাজার নারীকে দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ প্রদান করেছে। মহিলা বিষয়ক অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ২০১৮-২০১৯ অর্থবছরে ৪০০ জন, ২০১৯-২০২০ অর্থবছরে ৩০০ জন, ২০২০-২০২১ অর্থবছরে ২০০ জন, ২০২১-২০২২ অর্থবছরে ৪০০ জন ও ২০২২-২০২৩ অর্থবছরে ২০০ জন নারী প্রশিক্ষণ গ্রহণ করেছেন। এ ছাড়া চলতি অর্থবছরে ফেব্রুয়ারি পর্যন্ত ৩০০ জন নারীকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। ড্রেস মেকিং অ্যান্ড টেইলারিং, ব্লক-বাটিক অ্যান্ড প্রিন্টিং, সার্টিফিকেট ইন বিউটিফিকেশন, শো-পিচ অ্যান্ড হ্যান্ডিক্রাফট ও ব্যাগ মেকিং বিষয়ে নারীদের হাতেকলমে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। এ ছাড়া প্রশিক্ষণ গ্রহণকারী নারীদের দৈনিক ভাতাও প্রদান করা হয়।
নারীদের আত্মকর্মসংস্থানের জন্য প্রয়োজন দক্ষতা উন্নয়ন। মহিলা বিষয়ক অধিদপ্তরের বিভিন্ন প্রশিক্ষণ নারীদের দক্ষতা উন্নয়নের মাধ্যমে আত্মকর্মসংস্থানে কার্যকর ভূমিকা পালন করছে।