পিআইডি, রংপুর:
রমজান মাস উপলক্ষ্যে রবিবার (২৪শে মার্চ) সকালে রংপুর মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে হারাগাছ থানাধীন হক বাজার ও হারাগাছ পৌরসভার প্রধান ফটক-সংলগ্ন এলাকায় পুলিশ সদস্য ও জনসাধারণের মাঝে ক্রয়মূল্যে গরুর মাংস, আলু, পেঁয়াজ, মুড়িসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রী বিক্রি করা হয়েছে। রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রাখতে সরকারি প্রচেষ্টার অংশ হিসাবে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। কোনরূপ লাভ ও সেবামূল্য ছাড়াই দেশি গরুর মাংস ৬৫০ টাকা, আলু ২৮ টাকা এবং ভালো মানের দেশি পেঁয়াজ ৪০ টাকা এবং মুড়ি ৭০ টাকা কেজি দরে বিক্রি করা হয়। এ সময় রংপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার উৎপল কুমার রায়, সহকারী পুলিশ কমিশনার সুব্রত ব্যানার্জী এবং হারাগাছ থানার অফিসার ইনচার্জ মোঃ হারিসুল ইসলাম উপস্থিত ছিলেন।
রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ মনিরুজ্জামান জানান, সাধারণ মানুষের কল্যাণে এই কার্যক্রম পুরো রমজান মাসে বিভিন্ন থানা এলাকায় পরিচালিত হবে।