পিআইডি, রংপুর: রংপুরের ৬টি কেন্দ্রে পাবলিক বিশ্ববিদ্যালয়ের স্নাতক ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের ‘বি’ ইউনিটের গুচ্ছ ভর্তি পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩রা মে) সকাল ১১ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত এ পরীক্ষা চলে। পরীক্ষায় মোট ১৩ হাজার ১৬৯ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। এর মধ্যে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ৩ হাজার ২৬২ জন, ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ কেন্দ্রে ৩ হাজার ৫০০ জন, দি মিলিনিয়াম স্টারস স্কুল এন্ড কলেজ কেন্দ্রে ১ হাজার ৫০০ জন, সরকারি টিচার্স ট্রেনিং কলেজ কেন্দ্রে ১ হাজার জন, রংপুর সরকারি কলেজ কেন্দ্রে ১ হাজার ৫০০ জন এবং পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজ কেন্দ্রে ২ হাজার ৪০৭ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে।
উল্লেখ্য, ২৪টি বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য এ বছর ‘বি’ ইউনিটে মোট ৯৪ হাজার ৯৩১ জন পরীক্ষার্থী আবেদন করে।