Home » রংপুরে জাতীয় বীমা দিবস উদ্‌যাপিত 

রংপুরে জাতীয় বীমা দিবস উদ্‌যাপিত 

by নিউজ ডেস্ক

লোকায়ন ডেস্ক 

‘করবো বীমা গড়বো দেশ, স্মার্ট হবে বাংলাদেশ’এই প্রতিপাদ্য নিয়ে রংপুরে ‘জাতীয় বীমা দিবস-২০২৪’ উদ্‌যাপিত হয়েছে। শুক্রবার (১লা মার্চ) রংপুর টাউনহলে জাতীয় বীমা দিবস উপলক্ষ্যে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়। রংপুর জেলাপ্রশাসনের উদ্যোগে এবং বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের সহযোগিতায় অনুষ্ঠিত এই আলোচনাসভায় সভাপতিত্ব করেন রংপুরের অতিরিক্ত জেলাপ্রশাসক (সার্বিক) হাবিবুল হাসান রুমি। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রংপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) ইফতে খায়ের আলম। 

 

সভাপতির বক্তৃতায় অতিরিক্ত জেলাপ্রশাসক বলেন,  বীমা মানুষের জীবনের ঝুঁকি বহণ করে। বীমা ব্যক্তি, জাতি ও রাষ্ট্রের জন্য গুরুত্বপূর্ণ। বিশ্বের সব দেশেই বীমা সক্রিয় ভূমিকা পালন করছে। এখনো বিদেশে যেতে স্বাস্থ্য বীমার প্রয়োজন হয়। তিনি দেশের উন্নয়নে বীমা শিল্পের অবদানের উপর গুরুত্বারোপ করে বলেন, বীমার উন্নয়ন অর্থই দেশের উন্নয়ন। উন্নত দেশের বীমা কোম্পানিগুলো জিডিপিতে ৭ শতাংশের অধিক অবদান রাখছে। দেশে বর্তমানে ৮১টি সরকারি ও বেসরকারি বীমা কোম্পানি সক্রিয় থাকলেও তা জিডিপিতে এখনো এক শতাংশেরও কম অবদান রাখছে। তাই বীমা শিল্পের উন্নয়ন ও বীমা সম্পর্কে জনসচেতনতা বাড়াতে হবে। সকল ইনস্যুরেন্স কোম্পানিকে তাদের বীমার উপর মানুষের আস্থা অর্জন করতে হবে। স্মার্ট বাংলাদেশের উদীয়মান অর্থনীতিতে বীমাখাত যাতে কার্যকর অবদান রাখতে পারে সেজন্য তিনি সংশ্লিষ্ট সকলকে নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখার আহ্বান জানান। 

 

আলোচনাসভায় সরকারি কর্মকর্তা, সাংবাদিক ও বিভিন্ন ইনস্যুরেন্স কোম্পানির কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।  আলোচনাসভার পূর্বে জাতীয় বীমা দিবস উপলক্ষ্যে রংপুর জেলাপ্রশাসকের কার্যালয় থেকে একটি র‌্যালি বের হয় এবং বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে টাউনহলে এসে শেষ হয়।

পিআইডি

You may also like