পিআইডি, রংপুর:
রংপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদ্যাপন উপলক্ষ্যে আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৬শে মার্চ) রংপুর জেলা শিল্পকলা একাডেমিতে জেলাপ্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত আলোচনাসভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার মোঃ হাবিবুর রহমান। সভায় সভাপতিত্ব করেন রংপুরের জেলাপ্রশাসক মোহাম্মদ মোবাশ্বের হাসান।
প্রধান অতিথির বক্তৃতায় রংপুরের বিভাগীয় কমিশনার বলেন, বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ বাঙালিদের মধ্যে স্বাধীনতার চেতনা জাগ্রত করে, যা বাঙালি জাতিকে মুক্তিযুদ্ধে অংশগ্রহণে উদ্বুদ্ধ করে। দীর্ঘ নয়মাস রক্তক্ষয়ী সংগ্রামের মাধ্যমে আমারা একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র পেয়েছি। বাঙালি জাতিকে একটি সুখী-সমৃদ্ধ জাতিতে পরিণত করাই ছিল বঙ্গবন্ধুর স্বপ্ন। বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাবার স্বপ্ন পূরণে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
শিক্ষার্থীদের উদ্দেশে বিভাগীয় কমিশনার বলেন, বঙ্গবন্ধুকে জানতে তাঁর লেখা বই ‘অসমাপ্ত আত্মজীবনী’, ‘কারাগারের রোজনামচা’ ও ‘আমার দেখা নয়াচীন’ মনোযোগসহকারে পড়তে হবে। তিনি বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে নতুন প্রজন্মকে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে কাজ করার আহ্বান জানান।
আলোচনাসভায় বিশেষ অতিথি ছিলেন রংপুর রেঞ্জের ডিআইজি মোঃ আব্দুল বাতেন, মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মোঃ সায়ফুজ্জামান ফারুকী ও পুলিশ সুপার মোঃ ফেরদৌস আলী চৌধুরী। অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা, শহিদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য, সরকারি কর্মকর্তা, শিক্ষার্থী ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।