পিআইডি, রংপুর:
রংপুরে লিটলম্যাগ মেলা ও কবিতা উৎসব শুরু হয়েছে। শুক্রবার (৮ই মার্চ) দুপুরে টাউন হল চত্বরে লিটলম্যাগ মেলা ও কবিতা উৎসবের উদ্বোধন করেন রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মোঃ মোস্তাফিজার রহমান। সামাজিক সংগঠন ‘ফিরেদেখা’-র উদ্যোগে অনুষ্ঠিত এই মেলায় ২৪টি স্টল স্থান পেয়েছে। ৯ই মার্চ সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে এই উৎসবের সমাপ্তি ঘটবে।
মেলা ও কবিতা উৎসবের উদ্বোধন শেষে রংপুর সিটি কর্পোরেশনের মেয়র বলেন, সাহিত্যের সমৃদ্ধিতে লিটল ম্যাগাজিনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অবহেলা নয়, সাহিত্য রচনায় উদীয়মান লেখকদের উৎসাহিত করা উচিত। সাহিত্যচর্চার বিষয়ে তিনি বলেন, ঐতিহ্য ও সংস্কৃতিকে টিকিয়ে রাখতে সাহিত্যচর্চার বিকল্প নেই। এই ধরনের মেলা মানুষকে সাহিত্যচর্চায় উদ্বুদ্ধ করবে।
অনুষ্ঠানে লেখক, জনপ্রতিনিধি, সাংবাদিক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।