প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২১, ২০২৪, ৪:২৩ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ৯, ২০২৪, ১২:২৫ অপরাহ্ণ
রাণীশংকৈলে বিনামূল্যে পেঁয়াজ বীজ ও সার বিতরণ
রাণীশংকৈল (ঠাকুরগাঁও)প্রতিনিধি।।
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় বুধবার
৯ অক্টোবর কৃষকদের মাঝে সরকারিভাবে বিনামূল্যে উন্নতজাতের পেঁয়াজ বীজ ও সার বিতরণ করা হয়। কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ প্রণোদনা কর্মসূচির আওতায় এ পেঁয়াজ বীজ বিতরণ করা হয়। কৃষি বিভাগের আয়োজনে এদিন সকালে কৃষি অফিস চত্বরে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রকিবুল হাসানের সভাপতিত্বে কর্মসূচি উদ্বোধন অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন-
উপজেলা কৃষি অফিসার শহিদুল ইসলাম। তিনি
তার বক্তব্যে পেঁয়াজ চাষ ও উৎপাদন বৃদ্ধির বিষয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেন। উদ্বোধনী বক্তব্যে ইউএনও কৃষকদের উদ্দেশ্যে তার
ব্যক্তিগত পেঁয়াজ চাষের অভিজ্ঞতাসহ বিভিন্ন পরামর্শ দেন। বিশেষ অতিথি হিসেবে আরো
বক্তব্য দেন- উপজেলা বিএনপির সভাপতি আতাউর রহমান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক বকুল মজুমদার, রাণীশংকৈল প্রেসক্লাব প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক আনোয়ারুল ইসলাম, প্রেসক্লাব সভাপতি মোবারক আলী প্রমুখ।এ ছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন নেতা-কর্মী,কর্মকর্তা ও পুরুষ-নারী কৃষকরা উপস্থিত ছিলেন। উপস্থাপনা করেন
উপ-সহকারী কৃষি অফিসার সাদেকুল ইসলাম।
পরে ১০০ জন কৃষকের প্রত্যেককে ১ কেজি করে পেঁয়াজ বীজ ও ১০ কেজি করে ড্যাব ও ১০ কেজি পটাশ সার দেয়া হয়। এই সাথে তাদেরকে বালাইনাশক ও পলিনেটও দেয়া হয়।
স্বত্ব © ২০২৪ দৈনিক লোকায়ন