Home » রাণীশংকৈলে ষড়জ শিল্পি গোষ্ঠীর বসন্ত উৎসব 

রাণীশংকৈলে ষড়জ শিল্পি গোষ্ঠীর বসন্ত উৎসব 

by নিউজ ডেস্ক

রাণীশংকৈল( ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল পৌর শহরের মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে গত শনিবার ১৭ ফেব্রুয়ারি রাত ৮টায় ষড়জ শিল্পি গোষ্ঠীর আয়োজনে বসন্ত উৎসব অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে ওই গোষ্ঠীর সভাপতি সহ-অধ্যাপক

রেজাউল ইসলাম বাবুর সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন- সাবেক সংসদ সদস্য ও জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি অধ্যাপক ইয়াসিন আলী, উপজেলা নির্বাহী অফিসার রকিবুল হাসান, আ’লীগ সভাপতি অধ্যাপক সইদুল হক, পৌর মেয়র মোস্তাফিজুর রহমান, জেলা উদীচীর সভাপতি সেতারা বেগম, কবি-গীতিকার-সাংবাদিক অধ্যাপক আনোয়ারুল ইসলাম, জাপা যুগ্ম আহবায়ক আবু তাহের প্রমুখ। এছাড়াও অনুষ্ঠানে থানার ওসি সোহেল রানা, বীর মুক্তিযোদ্ধা হবিবর রহমান, বেতার শিল্পি সহ-অধ্যাপক সুকুমার চন্দ্র মোদক, বেতার শিল্পি-আবৃত্তিকার সহ-অধ্যাপক প্রশান্ত বসাক,
গীতিকার মেহেদী রাজু খানসহ সাংস্কৃতিক নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে রবীন্দ্র-নজরুল সংগীতসহ বসন্ত ভিত্তিক গান পরিবেশন করেন, মনসুরা বেগম কাজল, কবিনাথ রায়, বিমান বসাক, সালমা বেগম, ইসমাত জাহান মীম ও যাদব চন্দ্র রায় প্রমুখ।
নৃত্য পরিবেশন করেন নূর-ই সাবাহ ও সাদিয়া।
অনুষ্ঠান সঞ্চালনা করেন শিক্ষিকা দিলারা বেগম।

You may also like