প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৭, ২০২৪, ১২:৫১ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ২২, ২০২৪, ১:৩৪ অপরাহ্ণ
রানীশংকৈলে মাঠ দিবস অনুষ্ঠিত
রানীশংকৈল প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার সহোদর গ্রামে আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল (ইফাদ), ডেনমার্ক দুতাবাস (ড্যানিডা) ও পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর অর্থায়নে এবং ইকো সোশ্যাল ডেভলোপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) কর্তৃক বাস্তবায়িত রুরাল মাইক্রোএন্টারপ্রাইজ ট্রান্সফর্মেশন প্রজেক্ট (আরএমটিপি)'র নিরাপদ মাংস ও দুগ্ধজাত পণ্যের বাজার উন্নয়ন উপ প্রকল্পের ইন্টারভেনশন দুই (প্রাণি খাদ্যের বাজার উন্নয়ন)-এর অধীনে ডিএলএস, খামারি ও অন্যান্য পক্ষদের নিয়ে যৌথ মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। ২২ জানুয়ারি (সোমবার) উক্ত মাঠ দিবস অনুষ্ঠিত হয়।
উক্ত মাঠ দিবসে সংশ্লিষ্ট ভিসিএফ মো: হাসানুর রহমানের সঞ্চালনায় সভাপতি প্রকল্প ব্যাবস্থাপক জনাব ডাঃ বাবুল চন্দ্র বর্মনের পক্ষে উপস্থিত ছিলেন, এমআরএম অফিসার মোঃ বেলাল হোসাইন। আরো উপস্থিত ছিলেন, এভিসিএফ জয়বর্ধন কুমার রায়, লিড খামারি জনাব মোঃ কমিরুল ইসলাম। এছারাও ইএসডিও‘র অন্যান্য উন্নয়নকর্মী বৃন্দ, এলএসপি, প্রাণি খাদ্যের ব্যাবসায়ী, ঘাস ব্যবসায়ী সহ প্রায় দুই শতাধিক খামারি উপস্থিত ছিলেন। উক্ত মাঠদিবসে প্রকল্পের এমআরএম অফিসার প্রকল্প সম্পর্কে সামগ্রীক আলোচনা করেন। ভিসিএফ মোঃ হাসানুর রহমান প্রাণি খাদ্য বিষয়ে বিভিন্ন আলোচনা করেন। এছারাও লিড খামারিরা রেডিফিড, ঘাস, সাইলেজ ও পুষ্টি প্রযুক্তি ব্যবহার সংক্রান্ত। বিভিন্ন অভিজ্ঞতা উপস্থাপন করেন। পরে খামারিদের নিয়ে লাকি কুপন ড্র এর আয়োজন করা হয়। এতে প্রায় ৩০ জন খামারিকে বিভিন্ন ধরনের পুরস্কার প্রদান করা হয়। এ ধরনের অনুষ্ঠানে আসতে পেরে খামারিরা বেশ উচ্ছ্বাসিত এবং তারা মনে করেন যে তারা নতুন কিছু শিখেছেন এবং জেনেছেন। সেগুলো তাদের খামারে কাজে লাগিয়ে আর্থিকভাবে স্বাবলম্বী হতে চান ও নিরাপদ মাংস ও দুধ উৎপাদনে সচেষ্ট থাকবেন।
স্বত্ব © ২০২৪ দৈনিক লোকায়ন