Home » রিসোর্স টিচারের ৪দিন ব্যাপি সিআরটি মৌলিক প্রশিক্ষণ কোর্স শুরু 

রিসোর্স টিচারের ৪দিন ব্যাপি সিআরটি মৌলিক প্রশিক্ষণ কোর্স শুরু 

by নিউজ ডেস্ক

লোকায়ন রিপোর্ট: অদ্য ১৭ ফেব্রুয়ারি ২০২৪ ইং তারিখে ইএসডিও ট্রেনিং এন্ড রিসোর্স সেন্টার, ঠাকুরগাঁও ভেন্যুতে ৪দিন ব্যাপি সিআরটি মৌলিক প্রশিক্ষণ কোর্স এর শুভ উদ্বোধন করা হয়। প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন করেন নির্মল মজুমদার, সিনিয়র এপিসি ও প্রকল্প ফোকাল পার্সন, ইএসডিও।

 

রাণীশংকৈল উপজেলার ৪০টি ভিন্ন ভিন্ন কমিউনিটি থেকে মোট ৪০জন কমিউনিটি রিসোর্স টিচার (সিআরটি) উক্ত প্রশিক্ষণে অংশগ্রহণ করছেন। প্রশিক্ষণ পরবর্তী সহায়ক শিক্ষকগণ নিজ নিজ কমিউনিটিতে প্রাথমিক বিদ্যালয়ে অধ্যয়নরত অপেক্ষাকৃত পিছিয়ে পড়া শিক্ষার্থীদের নিয়ে বিদ্যালয় সময়ের বাইরে বাংলা পঠন ও গাণিতিক মৌলিক দক্ষতা তৈরিতে সহায়কের দায়িত্ব পালন করবেন। উপস্থিত শিক্ষকগণের বিষয়ভিত্তিক জ্ঞান ও মৌলিক দক্ষতা বৃদ্ধিতে জনাব ইমতিয়াজ আহম্মেদ শামীম, পিটিআই ইন্সট্যাক্টর, ঠাকুরগাঁও মহো্দয় শিক্ষাক্রম ও বাংলা পঠন দক্ষতা বৃদ্ধির কৌশল নিয়ে অংশগ্রহণকারীদের নিয়ে সেশন পরিচালনা করেন। প্রকল্পটি এডুকো বাংলাদেশ এর সহযোগিতায় এইসডিও’র বাস্তবায়নে রাণীশংকৈল উপজেলায় ২০২১ সাল থেকে বাস্তবায়িত হচ্ছে।

You may also like

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক: মো. সাকের উল্লাহ

স্বত্ব © ২০২৪ দৈনিক লোকায়ন