মোঃ জাহাঙ্গীর আলম, রুহিয়া (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের রুহিয়া চৌরাস্তা হতে দক্ষিণে আনুমানিক ৪০০ মিটার রাস্তা খানা খন্দে ভরা থাকার কারণে জনগণের চলাচলে বিঘœ সৃষ্টি হচ্ছে। কর্তৃপক্ষের নেই কোনো নজরদারি। রুহিয়া-আটোয়ারী হতে ঠাকুরগাঁও যাওয়ার একমাত্র রাস্তা এটি। যেকোনো সময় একটু বৃষ্টি হলেই এসব খানা খন্দের উদ্ভব ঘটে। প্রতিবছর স্থায়ীভাবে যানচলাচলের উপযোগী করে গড়ে না তুলে কর্তৃপক্ষ কোনোমতে দায়সারা ভাবে মেরামতের চেষ্টা করায় জনগণের ভোগান্তি কমছে না বলে এলাকাবাসির অভিযোগ। এছাড়াও এখানে একটি ড্রেন থাকলেও এখানকার দোকানদারেরা তাদের দোকানের সামনে ভরাট করার কারণে পয়নিষ্কাশনের পথটি বন্ধ করায় মুহুর্তেই সড়কে হাটুজল উপেক্ষা করে চলাচল করতে হয়। রুহিয়ার মুন্না, আশিক সহ অনেকেই বলেন, রুহিয়ার জনগুরুত্বপূর্ণ এই রাস্তাটি চলাচলে প্রায় আমাদের কষ্টের সম্মুখিন হতে হয়। এটির স্থায়ী সমাধান হওয়া উচিৎ বলে আমরা মনে করি। এ ব্যাপারে ১নং রুহিয়া ইউপি চেয়ারম্যান মনিরুল হক বাবু বলেন, জনগণের ভোগান্তির কথা চিন্তা করে আমি সড়ক ও জনপদ বিভাগে রাস্তাটির ছবি পাঠিয়েছি এবং কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে জেনেছি খুব দ্রুত রাস্তাটির কাজ শুরু হবে। এ বিষয়ে মুঠোফোনে যোগাযোগ করলে ঠাকুরগাঁও সড়ক ও জনপদের নির্বাহী প্রকৌশলী মোঃ রাফিউল ইসলাম বলেন, রুহিয়ার রাস্তাটির অবস্থা খারাপ, আমরা সাময়িক মেরামতের জন্য গাড়ি পাঠিয়েছি। খুব শিঘ্রই স্থায়ী মেরামতের জন্য একটি প্রকল্প গ্রহণ করা হবে বলেও তিনি আশ্বস্থ করে।
৯১