প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৬, ২০২৪, ১০:৪৪ এ.এম || প্রকাশের তারিখঃ জুন ১৪, ২০২৪, ১১:২৯ পূর্বাহ্ণ
রুহিয়ায় নো হেলমেট নো ফুয়েল
রুহিয়া(ঠাকুরগাঁও) প্রতিনিধি:
একটি দূর্ঘটনা সারা জীবনের কান্না এ প্রতিপাদ নিয়ে ঠাকুরগাঁও জেলা পুলিশের উদ্যোগে রুহিয়ায় নো হেলমেট নো ফুয়েল ক্যাম্পিং করা হয়েছে। শুক্রবার সকালে রুহিয়া মন এনার্জি স্টেশন পেট্রোল পাম্পের নো হেলমেট নো ফুয়েল লেখা সম্বলিত ব্যানার স্থাপন করে এ ক্যাম্পিং চালায় রুহিয়া থানা পুলিশ।
হেলমেট না থাকলে তেল দেবে না পেট্রোল পাম্প। তেল বিতরণ কোম্পানিগুলোর তরফে পেট্রোল পাম্পের মালিকদের এমন নির্দেশ সংবলিত চিঠি দিয়েছে জ্বালানি বিভাগ।
এ সময় হেলমেট বিহীন মোটর সাইকেল চালকদেরকে নো হেলমেট নো ফুয়েল বিষয়ে সচেতনতা বৃদ্ধি করা হয়। এখন থেকে হেলমেট বিহীন কোন মোটরসাইকেল চালক রুহিয়ায় কোন পেট্রোল পাম্প হতে পেট্রোল সংগ্ৰহ করতে পারবে না।
এ সময় উপস্থিত ছিলেন,এস আই বজলুর রহমান, মোতালেব হোসেন প্রমুখ।
রুহিয়া থানার ওসি গুলফামুল ইসলাম মন্ডল বলেন,চালকদের সচেতন করতে এই প্রচারনা চলছে।এতে সড়ক দুর্ঘটনা অনেকাংশে কমে যাবে এবং হতাহতের সংখা কমবে।
স্বত্ব © ২০২৪ দৈনিক লোকায়ন