Home » লালমনিরহাটে ইএসডিও’র উদ্যোগে স্বাস্থ্যসেবা ও পুষ্টি বিষয়ে মেলা অনুষ্ঠিত

লালমনিরহাটে ইএসডিও’র উদ্যোগে স্বাস্থ্যসেবা ও পুষ্টি বিষয়ে মেলা অনুষ্ঠিত

by নিউজ ডেস্ক

লোকায়ন রিপোর্ট : লালমনিরহাট সদর উপজেলার মোগলহাট ইউনিয়নের ফুটবল মাঠে ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) এবং ম্যাক্স ফাউন্ডেশন বাংলাদেশের উদ্যোগে “স্বাস্থ্যকর শহুরে গ্রাম কর্মসূচি” শীর্ষক এক বিশেষ মেলা অনুষ্ঠিত হয়েছে। কানাডা সরকারের আর্থিক সহায়তায় গ্র্যান্ড চ্যালেঞ্জ কানাডার (GCC) মাধ্যমে বাস্তবায়িত এই কর্মসূচি স্বাস্থ্যসেবা, পুষ্টি এবং স্যানিটেশন বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কাজ করছে।

মেলায় স্থানীয় জনগণ, সরকারি কর্মকর্তা, শিক্ষার্থী, নারী উদ্যোক্তা এবং প্রকল্পের মাঠ পর্যায়ের কর্মকর্তারা অংশগ্রহণ করেন। দিনব্যাপী আয়োজনে ছিল:

চিত্রাঙ্কন প্রদর্শনী: শিক্ষার্থীদের “তরুণদের চোখে আদর্শ গ্রাম” শীর্ষক আঁকা চিত্র প্রদর্শনী।

স্বাস্থ্যসেবা ক্যাম্প: সাধারণ মানুষের জন্য বিনামূল্যে স্বাস্থ্যসেবা।

উদ্যোক্তা পণ্য প্রদর্শনী: নারী উদ্যোক্তাদের স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক পণ্য প্রদর্শন ও বিক্রয়।

সাংস্কৃতিক অনুষ্ঠান: জনসচেতনতামূলক নাটিকা ও সংগীত পরিবেশনা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাত আরা ফেরদৌস বলেন, “এই ধরনের আয়োজন জনসচেতনতা বাড়ানোর পাশাপাশি সমাজের সার্বিক উন্নয়নে সহায়ক ভূমিকা রাখবে।”

ইউনিয়ন পরিষদের সদস্য নূর আলম মিয়া বলেন, “এটি আমাদের এলাকার মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এমন উদ্যোগ জীবনমান উন্নয়নে কার্যকর ভূমিকা রাখে।”

ইএসডিও’র প্রকল্প ব্যবস্থাপক মো. মাসুদ রানা বলেন, “শিশুর সার্বিক উন্নয়নে স্বাস্থ্য, পুষ্টি এবং স্যানিটেশন নিশ্চিত করতে আমরা কাজ করছি। এই মেলা দীর্ঘমেয়াদি ইতিবাচক পরিবর্তনের সূচনা করবে।”

“হেলদি ভিলেজ ইন আরবান প্রোগ্রাম” ২০২২ সাল থেকে লালমনিরহাটের ছয়টি ইউনিয়ন ও একটি পৌরসভায় বাস্তবায়িত হচ্ছে। আয়োজকরা জানান, ২০২৬ সাল পর্যন্ত চলমান এই প্রকল্পের মাধ্যমে ১,৫৭,০০০ পরিবারের জীবনমান উন্নত করার লক্ষ্যে কাজ চলছে।

গ্রামবাসীরা জানান, এই উদ্যোগ তাদের জীবনে নতুন দিশা দেখাচ্ছে। তারা স্বাস্থ্যকর অভ্যাস গ্রহণে উদ্বুদ্ধ হয়েছেন।

You may also like