Home » শতভাগ ফিট না হলেও ‘চিট’ করা হবে না: তামিম

শতভাগ ফিট না হলেও ‘চিট’ করা হবে না: তামিম

by নিউজ ডেস্ক

লোকায়ন ডেস্ক: লম্বা সময় পর আবার প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরছেন তামিম ইকবাল। শুক্রবার থেকে শুরু হতে যাওয়া বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ফরচুন বরিশালের হয়ে খেলবেন বাঁহাতি ওপেনার। তামিমের মাঠে ফেরার আগে আবার তার আন্তর্জাতিক ক্রিকেটের ভবিষ্যৎ নিয়ে আলোচনা শুরু হয়ে গেছে। জাতীয় দলে তাকে আবার দেখা যাবে কিনা তা নিয়ে চলছে আলোচনা।

তামিম এবং বিসিবি দুই পক্ষ জানিয়েছিল, জানুয়ারিতে আলোচনায় বসে সিদ্ধান্ত জানাবে। তামিম মাঠে ফেরার আগে আজ জানালেন, বিপিএলের মাঝেই তার আন্তর্জাতিক ক্রিকেটের ভবিষ্যৎ জানিয়ে দেবেন। জাতীয় দলে ফেরা নিয়ে প্রশ্ন করা হলে তামিম বলেছেন, ‘খুবই তাড়াতাড়ি আপনারা জানতে পারবেন। বিপিএলের মাঝেই আপনারা জানতে পারবেন।’

ক্রিকেট থেকে লম্বা সময়ে দূরে থাকা তামিমের আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার সম্ভাবনা ক্ষীণ। টি-টোয়েন্টি ক্রিকেট ছেড়েছেন অনেক আগে। তার ফিটনেস এবং শরীর টেস্ট খেলার মতো অবস্থায় নেই। ওয়ানডে ক্রিকেট ছিল তার একমাত্র গুরুত্বের জায়গা। কিন্তু সেখান থেকেও তামিম অনেক দূরে। শোনা যাচ্ছে, তার নিজের আগ্রহ কম আন্তর্জাতিক ক্রিকেটে খেলার। বোর্ডের সঙ্গে আলোচনায় বসে শুধুমাত্র নিজের সিদ্ধান্ত জানিয়ে দেবেন সাবেক অধিনায়ক। তবে অনেকেই মনে করছেন বিপিএলে ভালো করে টি-টোয়েন্টিতে তার ফেরার সম্ভাবনা থাকবেন। তামিম সেই আলোচনাও থামিয়ে দিলেন। আন্তর্জাতিক টি-টোয়েন্টি মিস করেন কিনা সেই প্রশ্নের উত্তরে সোজাসাপ্টা বলেছেন,‘না।’

আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার সম্ভাবনা না থাকায় বিসিবিকে এবার কেন্দ্রীয় চুক্তিতে না রাখতে অনুরোধ করেছেন তামিম। বিসিবিও সেই পথে এগিয়ে যাচ্ছে। এখন কেবল দুই পক্ষের আনুষ্ঠানিকতাই বাকি। মাঠে ফিরলেও শতভাগ ফিটনেস এখনো পাননি বলে দাবি করলেন তামিম। এই শতভাগ ফিটনেস না থাকায় তাকে বিশ্বকাপ দলে রাখতে চাননি টিম ম্যানেজমেন্ট। পরবর্তীতে অধিনায়ক সাকিব আল হাসান সরাসরি জানিয়েছিলেন, শতভাগ ফিটনেস না নিয়ে মাঠে নামলে দলের সঙ্গে ‘চিট’ করা হবে।

বিপিএলে ফিটনেস জটিলতা ও চিট করা নিয়ে তামিম কোনো সমস্যা দেখেন না, ‘না (চিট করা হবে না)। আমার কাছে মনে হয় না। ইনজুরি এমন একটি অংশ… আমি এখনো বলবো, কোনো ক্রিকেটার কিংবা কোনো স্পোর্টসম্যান বলতে পারবে না যে আমি একশ ভাগ ফিট। নাইন্টি পারসেন্ট ফিট থাকে, সেভেন্টি পারসেন্ট ফিট থাকে। এইটি পারসেন্ট ফিট থাকে। কিছু না কিছু সবার কম বেশি নিগেলস থাকে। তার মানে এটা না যে সে খেলবে না।’

মাহমুদউল্লাহ রিয়াদের উদাহরণ টেনে তামিম বলেছেন, ‘মাহমুদউল্লাহ রিয়াদ ইনজুরি থেকে ফিরেছেন। কিছুটা নিগেলস এখনো আছে তার। সে যদি মনে করি প্রথম ম্যাচ থেকে গুড টু গো। তাহলে অবশ্যই খেলবে।’ লম্বা সময় নিজের অবস্থান জানাতে গিয়ে তামিম বলেছেন, ‘তিন মাসেও খুব বেশি অনুশীলনও করা হয়নি। শেষ দুই আড়াই সপ্তাহ ধরে ব্যাট করছি। দিন দিন ভালো আছি, একটু রেস্টিনেস আছে। আমি নিশ্চিত বিপিএল শুরুর আগে আমার পক্ষে যতটুকু করা সম্ভব, সবই করেছি।’

You may also like