Home » শিক্ষক নিবন্ধন পরীক্ষাকেন্দ্রে বিধিনিষেধ-সংক্রান্ত নির্দেশনা জারি

শিক্ষক নিবন্ধন পরীক্ষাকেন্দ্রে বিধিনিষেধ-সংক্রান্ত নির্দেশনা জারি

by নিউজ ডেস্ক

পিআইডি, রংপুর: অষ্টাদশ শিক্ষক নিবন্ধন প্রিলিমিনারি পরীক্ষা আগামী ১৫ই মার্চ শুক্রবার অনুষ্ঠিত হবে। স্কুল পর্যায়ের পরীক্ষা ১৫ই মার্চ সকাল ৯:৩০ মিনিট থেকে সকাল ১০:৩০ মিনিট পর্যন্ত রংপুর জেলার ২০৮টি কেন্দ্রে অনুষ্ঠিত হবে। এ ছাড়া কলেজ পর্যায়ের পরীক্ষা একই দিন বিকাল ৩:৩০ মিনিট থেকে বিকাল ৪:৩০ মিনিট পর্যন্ত রংপুর জেলার ৩৮টি কেন্দ্রে অনুষ্ঠিত হবে। পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের লক্ষ্যে পরীক্ষাকেন্দ্রের ২০০ (দুইশত) গজের মধ্যে ১৫ই মার্চ  সকাল ৮:৩০ মিনিট থেকে বিকাল ৫:৩০ মিনিট পর্যন্ত পাঁচ বা ততোধিক ব্যক্তির একত্রে চলাফেরা, সকল প্রকার সমাবেশ, মিছিল-মিটিং, অবৈধ অনুপ্রবেশ ও যেকোনো ধরনের শব্দযন্ত্র বা লাউড স্পিকারের ব্যবহার নিষিদ্ধ থাকবে। রংপুর মেট্রোপলিটন পুলিশ ও রংপুর জেলাপ্রশাসন এই নির্দেশনা জারি করেছে।

You may also like