প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২২, ২০২৪, ৭:৩৮ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ৩০, ২০২৩, ১০:৩৯ পূর্বাহ্ণ
শিল্পকলায় আজ মঞ্চস্থ হবে ‘আমিনা সুন্দরী’ ও ‘উত্তরণ’
আমিনা সুন্দরী
থিয়েটারআর্ট ইউনিটের ‘আমিনা সুন্দরী’ নাটকের দৃশ্য। বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরীক্ষণথিয়েটার হলে আজ সন্ধ্যা ৭টায় এর মঞ্চায়ন হবে ‘আমিনা সুন্দরী’ । চট্টগ্রামের প্রচলিত লোকগাথা নছর মালুম ও ভেলুয়া সুন্দরী অবলম্বনে ‘আমিনা সুন্দরী’ নাটকটি লিখেছেন প্রয়াত নাট্যবক্তিত্ব এস এম সোলায়মান।
নির্দেশনা দিয়েছেনরোকেয়া রফিক। নাটকের মূল উপজীব্য বাঙালি নারীর প্রেম ও পুরুষশাসিত সমাজে নারীর প্রতি পুরুষের প্রবঞ্চনা। এতে অভিনয়ে সেলিম মাহবুব, কামরুজ্জামান মিল্লাত, সঙ্গীতাচৌধুরী, অপ্সরা মৌ, পল্লবী, ফরিদা লিমা, কামাল রায়হান, শিল্পী চৌধুরী, রেজাউল সুজন, ফেরদৌস আমিন বিপব, হাসনাত প্রদীপ, নুরুজ্জামান বাবু, স্বাধীন শাহ, হাসনাত প্রদীপ, নীল চৌধুরী, চন্দন রেজা প্রমুখ।
উত্তরণ
শিল্পকলাএকাডেমির স্টুডিও থিয়েটার হলে আজ সন্ধ্যা ৭টায় এর মঞ্চায়ন হবে উত্তরণ। অপূর্ব কুমার কুণ্ডু রচিত নাটকটির নির্দেশনা দিয়েছেন শান্তনু সাহা। নাটকটি একদল পথভ্রষ্ট মানুষের দিকহীন, দিশাহীন পথে পথ চলা। তাদের চলতি পথকৌশলী, কল্পনানির্ভর কিন্তু পুনঃপুন আক্রান্ত হয়ে মরা-বাঁচার মধ্যবর্তী খাদ বেয়ে চলা। তারা বোঝে তারামন্দ মানুষ।লোকসমাজ দ্বারা ঘৃণিত। তবু তারা মনের দৃঢ়তার অভাবেএই পেশাবৃত্তির গণ্ডি থেকে বেরিয়ে আসতে পারে না।
অভিনয় করেছেন তারকনাথ দাস, অমিত সাহা, এ আর কিবরিয়া, আশরাফুল আরিয়ান, প্লাবন আহমদ, রতন মোহন বিশ্বাস, ফাহতিন মাহতাব,শুভাশীষ দত্ত তন্ময় প্রমুখ।
স্বত্ব © ২০২৪ দৈনিক লোকায়ন