লোকায়ন রিপোর্ট॥ ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও)'র এসইপি প্রকল্পের আওতায় বাস্তবায়িত পরিবেশবান্ধব নির্মাণ সামগ্রী উৎপাদন করে দেশের শ্রেষ্ঠ পরিবেশবান্ধব উদ্যোক্তা পুরস্কার গ্রহণ পেলেন সংস্থার উদ্যোক্তা রবিউল ইসলাম।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে পিকেএসএফ-এর চেয়ারম্যান ড. এম. খায়রুল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব শেখ মোহাম্মদ সলীম উল্লাহ। পুরস্কার বিতরণকালে উপস্থিত ছিলেন ইএসডিও’র প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক ড. মুহম্মদ শহীদ উজ জামান এবং এসইপি প্রকল্পের আওতায় পিকেএসএফ-এর ৪৭টি সহযোগী সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
ক্ষুদ্র উদ্যোক্তাদের উৎপাদিত নিরাপদ পণ্যের প্রচার, প্রসার ও বাজার সংযোগ বৃদ্ধির লক্ষ্য নিয়ে ৮ ফেব্রুয়ারি ২০২৪ তারিখে ঢাকার আগারগাঁওয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের কার্নিভাল হলে ৩ দিনব্যাপী ‘সুপণ্য সমাহার: পরিবেশবান্ধব ক্ষুদ্র উদ্যোগ মেলা ২০২৪’-এর আয়োজন করা হয়। উক্ত মেলায় ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) উদ্যোক্তাদের উৎপাদিত পন্যের সমাহার নিয়ে অংশগ্রহণ করে।
মেলায় পিকেএসএফ-এর সাসটেইনেবল এন্টারপ্রাইজ প্রজেক্ট (এসইপি) প্রকল্পের আওতায় পিকেএসএফ-এর ৪৭টি সহযোগী সংস্থা কর্তৃক ৭৭টি স্টলে পণ্য সামগ্রী প্রদর্শন/বিক্রয় করা হয়। এসবের মধ্যে ইএসডিও'র উদ্যোক্তা মো. রবিউল ইসলাম শ্রেষ্ঠ পরিবেশবান্ধব উদ্যোক্তা হিসেবে নির্বাচিত হন।