
লোকায়ন রিপোর্ট: “এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” তারুণ্যের উৎসব ২০২৫ এর আওতায় জেলা ক্রীড়া অফিস ঠাকুরগাঁও এর আয়োজনে শেষ হলো সদর উপজেলার স্কুল ও কলেজ শিক্ষার্থীদের নিয়ে ব্যাডমিন্টন প্রতিযোগিতা। স্কুল পর্যায়ে মোট ১২ টি দল এবং কলেজ পর্যায়ে ৪টি দল অংশগ্রহণ করে। শহীদ মোহাম্মদ আলী স্টেডিয়ামে সকাল ১০ টায় খেলার উদ্বোধন করেন জেলা ক্রীড়া অফিসার মোঃ মনিরুজ্জামান। দিনব্যাপী এ খেলায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে ঠাকুরগাঁও জেলার সরকারি কলেজের আবিদা সুলতানা অন্নি জুটি। ৩ সেটের ২ টি সেটে তারা জয়ী হয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী অফিসার খায়রুল ইসলাম। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জেলা ক্রীড়া অফিসার মোঃ মনিরুজ্জামান। এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক সহ অন্যান্যরা।