Home » সারজিসের শীতবস্ত্র পেল পঞ্চগড়ের ২ হাজার মানুষ

সারজিসের শীতবস্ত্র পেল পঞ্চগড়ের ২ হাজার মানুষ

by নিউজ ডেস্ক
বিশেষ প্রতিনিধি পঞ্চগড়
পঞ্চগড় সদর উপজেলায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক ও জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলমের পক্ষ থেকে ২ হাজার শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
বুধবার (১১ ডিসেম্বর) বিকেলে সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের হাড়িভাসা স্কুলমাঠে এক হাজার মানুষের মাঝে স্বপ্নছোঁয়া স্বেচ্ছাসেবী সংগঠনের মাধ্যমে শীতবস্ত্র বিতরণ করা হয়। একই দিন দুপুরে কামাত কাজলদিঘী ইউনিয়ন পরিষদ চত্বরে আরও এক হাজার শীতবস্ত্র বিতরণ করা হয়।
হাড়িভাসা স্কুলমাঠে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিয়ন চেয়ারম্যান সাইয়েদ নূর-ই-আলম। অনুষ্ঠানে পঞ্চগড় জেলা ও দায়রা জজ কোর্টের পিপি ও স্বপ্নছোঁয়া স্বেচ্ছাসেবী সংগঠনের সভাপতি আদম সুফি, জিপি আব্দুল বারী, সারজিস আলমের বাবা আকতারুজ্জামান সাজু, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পঞ্চগড়ের সমন্বয়ক ফজলে রাব্বি মোকাদ্দাসুর রহমান সান এবং স্বপ্নছোঁয়া স্বেচ্ছাসেবী সংগঠনের সাধারণ সম্পাদক ইকবাল বাহার উপস্থিত ছিলেন।
অন্যদিকে, কামাত কাজলদিঘী ইউনিয়ন পরিষদ চত্বরে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিয়ন চেয়ারম্যান তোফায়েল প্রধান।
অনুষ্ঠানে অডিও কলের মাধ্যমে যুক্ত হন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক ও জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম। তিনি বলেন, “শীত এলেই পঞ্চগড়ের মানুষের কষ্ট বেড়ে যায়। আমাদের লক্ষ্য হলো আগামী দিনে পঞ্চগড়ের মানুষের জীবনে শীতের দুর্ভোগ কমিয়ে আনা। জেলার আর্থ-সামাজিক উন্নয়ন নিশ্চিত করতে সবাইকে একযোগে কাজ করতে হবে। উন্নয়নের ধারা অব্যাহত থাকলে পঞ্চগড়সহ পুরো দেশ এগিয়ে যাবে।
শীতার্তদের পাশে দাঁড়ানো এই উদ্যোগে স্থানীয় জনগণ কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং সারজিস আলমসহ সংশ্লিষ্টদের প্রতি ধন্যবাদ জানিয়েছেন।

You may also like