Home » সালন্দরে ইএসডিও’র উদ্যোগে গবাদিপ্রাণির টিকা প্রদান কর্মসূচি অনুষ্ঠিত

সালন্দরে ইএসডিও’র উদ্যোগে গবাদিপ্রাণির টিকা প্রদান কর্মসূচি অনুষ্ঠিত

by নিউজ ডেস্ক
ঠাকুরগাঁওয়ে গতকাল পিকেএসএফ-এর সহযোগিতায় ইএসডিও’র বাস্তবায়িত ‘গবাদি প্রাণি সুরক্ষা সেবা কার্যক্রম’ (এলআরএমপি)-এর আওতায় সালন্দর শাখার উদ্যোগে ভাতগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন কচুবাড়ি মাঠে গবাদিপ্রাণির টিকা প্রদান কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
উক্ত কার্যক্রমে স্থানীয় খামারিদের মধ্যে ব্যাপক সাড়া পড়ে। তারা তাদের গরু-বাছুর নিয়ে সকাল ৮টা থেকে ১১টা ৩০ মিনিট পর্যন্ত টিকা প্রদান কার্যক্রমে অংশ নেন। এ সময় মোট ২০৫টি গরুকে তড়কা রোগের টিকা প্রদান করা হয়।
এই উদ্যোগ খামারিদের গবাদিপ্রাণির অসুস্থতা ও মৃত্যুর ঝুঁকি হ্রাস করবে এবং অর্থনৈতিক ক্ষতি কমাতে সহায়ক ভূমিকা রাখবে।
টিকা প্রদান কার্যক্রমে উপস্থিত ছিলেন ইএসডিও’র এলআরএমপি প্রকল্পের প্রাণিসম্পদ কর্মকর্তা  মো. মুশফিকুর রহিম, প্রকল্পের ফোকাল  বাবুল বণিক (হেড অফ প্রোগ্রাম, এগ্রিকালচার) এবং অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
এছাড়া উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ের সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা জনাব মো. আতাউল গণি কর্মসূচিতে অংশগ্রহণ করে কার্যক্রমকে আরও সাফল্যমণ্ডিত করেন।
এই আয়োজন স্থানীয় গবাদিপ্রাণি খামারিদের জন্য একটি উল্লেখযোগ্য উদ্যোগ হিসেবে প্রশংসিত হয়েছে।

You may also like