বলিউড সুপারস্টার শাহরুখ খান ও সালমান খানের বন্ধুত্বের কথা বলিউড ইন্ডাস্ট্রি থেকে অনুরাগী মহলের সকলেরই জানা। কিন্তু মাঝে তাদের বন্ধুত্বের মধ্যে ঝামেলা তৈরি হয়, সেসব বিষয়ে নেট পাড়ায় অনেক চর্চা হয়েছে। তবে সবকিছু ভুলে আবার এক হন বলিউডের এই দুই তারকা।
গত বছর সালমান খানের পানভেলের ফার্মহাউজে মাঝরাতেই শুভেচ্ছা জানাতে গিয়েছিলেন শাহরুখ খান। সেখানে বেশ কিছুটা সময়ও কাটিয়েছিলেন তিনি। পার্টি থেকে বেরনোর সময়ে একে-অপরকে আলিঙ্গন করতেও দেখা যায়।
এবার কী এমন হয়েছে? বুধবার (২৭ ডিসেম্বর) এক্স হ্যান্ডেলে অনুরাগীদের সঙ্গে প্রশ্নোত্তর পর্ব চালাচ্ছিলেন শাহরুখ খান। সেখানেই একজন সরাসরি তাকে প্রশ্ন করেন, শাহরুখ স্যার আজ তো বড়ভাই সালমান খানের জন্মদিন…। শুভেচ্ছা জানালেন না।’
প্রশ্নটি নজরে পড়তেই বলিউড বাদশাহর উত্তর, ‘আমি জানি এবং সালমানকে শুভেচ্ছাও জানিয়েছি। আমি সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা জানাই না। কারণ সালমানের সঙ্গে আমার সম্পর্কটা তো ব্যক্তিগত, তাই না? আর হ্যাঁ, ভাইজানের এই ছবিটা কিন্তু দারুণ।’