Home » সুন্দরবনের শিবসা নদীতে ডুবে গেছে ফ্লাইঅ্যাশ বোঝাই কার্গো জাহাজ

সুন্দরবনের শিবসা নদীতে ডুবে গেছে ফ্লাইঅ্যাশ বোঝাই কার্গো জাহাজ

by অনলাইন ডেস্ক

সুন্দরবনের শিবসা নদীতে ফ্লাইঅ্যাশ বোঝাই (সিমেন্ট তৈরির কাঁচামাল) একটি কার্গো জাহাজ ডুবে গেছে। শুক্রবার (২৯ ডিসেম্বর) দুপুরে শিবসা নদীর ডুবে চরে আটকে পড়ে তলা ফেটে ডুবে যায় জাহাজটি। সে সময় জাহাজটিতে থাকা ১২ স্টাফ-কর্মচারী সাতরে তীরে উঠে যান।

সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ লাইটারেজ শ্রমিক ইউনিয়নের মোংলা শাখার সহসভাপতি মো. মাঈনুল হোসেন মিন্টু। তিনি বলেন, ভারতের হলদিয়া বন্দর থেকে এক হাজার ৪২২ মেট্রিক টন ফ্লাইঅ্যাশ বোঝাই করে এমভি ‘গারোহেরা’ সুন্দরবনের আন্টিহারা নৌপথ দিয়ে মোংলায় আসছিল।

নলিয়ান নৌ থানার পুলিশ পরিদর্শক তারক চন্দ্র নাথ বলেন, জাহাজটি ডুবে যাওয়ার খবর পেয়ে আমিসহ নৌ পুলিশের একটি দল সেখানে গিয়ে নাবিক ও কর্মচারীদের উদ্ধার করেছি। তবে শিবসা নদীতে জাহাজ চলাচল স্বাভাবিক রয়েছে এখন।

You may also like