পিআইবি, রংপুর:
সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে পঞ্চগড় প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউট মিলনায়তনে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২রা মার্চ) রংপুর বিভাগীয় প্রাথমিক শিক্ষা অফিসের উদ্যোগে অনুষ্ঠিত এই কর্মশালায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক মাহাবুবুর রহমান। কর্মশালায় সভাপতিত্ব করেন রংপুর বিভাগীয় প্রাথমিক শিক্ষা অফিসের উপপরিচালক মুজাহিদুল ইসলাম।
প্রধান অতিথির বক্তৃতায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক মাহাবুবুর রহমান বলেন, দুর্নীতি একটি সামাজিক ব্যাধি। আমরা সবাই যদি নিজেদের কাজ সঠিকভাবে করি, তাহলে দুর্নীতি প্রতিরোধ করা সম্ভব। শিক্ষার সঙ্গে যারা জড়িত, তাঁদের নিজ নিজ অবস্থান থেকে অর্পিত দায়িত্ব পালন করতে হবে। তিনি দুর্নীতির বিরুদ্ধে সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান জানান।
কর্মশালায় বক্তারা শিক্ষকদের দ্রুত পদোন্নতি, প্রাথমিক বিদ্যালয় ব্যবস্থাপনায় বরাদ্দ বৃদ্ধি, যথাসময়ে টাইমস্কেল প্রদান ও শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামো নির্মাণ বিষয়ে বিভিন্ন সুপারিশ উপস্থাপন করেন। কর্মশালায় প্রাথমিক শিক্ষা বিভাগের কর্মকর্তা, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, ম্যানেজিং কমিটির সদস্য ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।