Home » স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষে প্রশিক্ষনের মাধ্যমে প্রাথমিক শিক্ষাকে আরো যুগোপযুগি করা হবে

স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষে প্রশিক্ষনের মাধ্যমে প্রাথমিক শিক্ষাকে আরো যুগোপযুগি করা হবে

by নিউজ ডেস্ক

পঞ্চগড় জেলা প্রতিনিধি: স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষে প্রশিক্ষনের মাধ্যমে প্রাথমিক শিক্ষাকে আরো যুগোপযুগি করা হবে
বলে জানান মহাপরিচালক শাহ রেজওয়ান হায়াত।
’মানসম্মত প্রাথমিক শিক্ষা-স¥ার্ট বাংলাদেশ গড়ার দীক্ষা” এ প্রতিপাদ্যকে সামনে রেখে জেলা শিক্ষা অফিস পঞ্চগড় এর আয়োজনে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বার্ষিক প্রাথমিক বিদ্যালয় শুমারী(এপিএসসি)সংক্রান্ত প্রশিক্ষণ কর্মশালা তেঁতুলিয়া ইসলামিক ফাউন্ডেশন কার্যালয় হলরুমে অনুষ্ঠিত হয়। এ সময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহ রেজওয়ান হায়াত। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন তেঁতুলিয়া উপজেলা নির্বাহী অফিসার ফজলে রাব্বি, প্রাথমিক শিক্ষা রংপুর এর উপ-পরিচালক মোজাহেদুল ইসলাম ও পঞ্চগড় জেলা শিক্ষা অফিসার মোঃ সাহাবুদ্দিন। প্রশিক্ষণ কর্মশালা পরিচালনা করেন তেঁতুলিয়া উপজেলা শিক্ষা অফিসার মোঃ মোস্তাফিজুর রহমান। প্রশিক্ষক হিসাবে উপস্থিত ছিলেন পরিসংখ্যান অফিসার মোঃ আমীনুল ইসলাম, ইসমাঈল হোসেন,ও মোস্তফা জামান।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন প্রাথমিক শিক্ষাকে যুগোপযুগি করার জন্য সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহন করেছে। উন্নত প্রযুক্তির মাধ্যমে শিক্ষাকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য উন্নত প্রযুক্তি ব্যবহার করে সরকার প্রাথমিক শিক্ষাকে এগিয়ে নিয়ে যাচ্ছে। শিক্ষকদেরকে আরো সজাগ দৃষ্টি রেখে শিক্ষার মান বৃদ্ধি করার জন্য সকলকে এগিয়ে আসার আহবান জানান তিনি।

You may also like