Home » হরিপুরে অবৈধ বালু ব্যবসায়ীদের দৌরাত্ম্য বৃদ্ধি

হরিপুরে অবৈধ বালু ব্যবসায়ীদের দৌরাত্ম্য বৃদ্ধি

by নিউজ ডেস্ক

হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের হরিপুরে প্রশাসনে দায়িত্ব অবহেলার কারণে কুলিক নদ থেকে অবৈধভাবে বালু তুলে ব্যবসা করার দৌরাত্ম্য দিনদিন বৃদ্ধি পাচ্ছে। ইতোমধ্যে কুলিক নদের পাশের টেংরিয়া-দিলগা গ্রামবাসী ওই সকল বালু ব্যবসায়ীর নাম উল্লেখ করে জেলা ও উপজেলা প্রশাসনের নিকট অভিযোগ করেছেন। অভিযোগ কারি সাইদুল,নজরুল,কবিরুল,সামসুল সহ অনেকে বলেন, ওরা কুলিক নদের কল্লামনির ঘাট ও ভবানীডাঙ্গীর ঘাট থেকে রাতে ও ভোর সকালে বালু তুলে ১৮শত থেকে ২ হাজার টাকা করে বিক্রয় করছে। এতে নদের পাড়ভাঙ্গন সহ আশেপাশের জমিগুলো হুমকির মুখে পড়ছে। এবং আমাদের গ্রামের কাচা রাস্তা গুলো ধুলাবালি আর খানাখন্দে পরিণত হচ্ছে। এর প্রতিকার চেয়ে আমরা গ্রামের সুভান নামে এক ব্যাক্তির বিরুদ্ধে জেলা ও উপজেলা প্রশাসনের নিকট অভিযোগ করেছি। এখন পর্যন্ত কনো ব্যবস্থা গ্রহন করা হয়নি। এবিষয়ে জেলা প্রশাসক বলেন, অভিযোগ পাওয়া গেছে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

You may also like