হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলা সদরে কালিগঞ্জ হাটের পানি নিস্কাশনের মূল ড্রেন হাটের ময়লা আবর্জনা আর কাদামাটিতে ভরাট হয়ে পানি নিস্কাশ ব্যবস্থা বন্দ হয়ে জলাবদ্ধতার সৃষ্ঠি হয়েছে। ড্রেনে জমে থাকা বৃষ্ঠির পানি,হোটেল ও চা দোকানের ময়লা অবর্জনার পচা পানিতে ড্রেন ভর্তি হয়ে পরিবেশ দুষণ সহ দুষিত বাতাস ছরাচ্ছে। হাটের মসজিদে নামাজ পরতে আসা মুসা, রাজু, বারেক,সহ অনেক মুসল্লি অভিযোগ করে বলেন, মসজিদের পাশে ড্রেন, ড্রেনের পচা পানির চরম দুর্গন্ধ ছড়াচ্ছে। আমাদের অজু ও মসজিদের ভিতরে নামাজ পড়তে চরম দুর্ভোগ পোহাতে হয় শ্বাশ প্রস্বাস ও নেওয়া যায়না। দীর্ঘদিন ধরে এই ড্রেনগুলি পরিস্কার করা হয়না। পচা পানিতে মসা মাছি জন্মায় এবং রোগ জিবানু ছড়ায়। পথচারী জসীম , স্কুল ছাত্রী- মুনিসা গোলেনা, সফুরা বলেন, রাস্তা পারাপারের সময় মুখে টিসু বা রুমাল ও নাক চিপে ধরে য়েতে হয়। ড্রেনের পচা পানির গন্ধে শ্বাস প্রস্বাস নেওয়া যায়না। হাটে আশা গণিমিঞা বলেন, ড্রেনের এই পচা পানিগুলি এখনেই পরিস্কার না করলে ভারী র্বষণ হলেই এই পচা পানি সম্পন্ন হাটে ছরিয়ে পরবে। মসজিদের মুসল্লি,পথচারী,স্কুলছাত্রী সহ এলাকা বাসী সকলেই হাটের এই ড্রেনগুলির পচা পানি নিস্কাশনের জন্য দ্ররুত ব্যবস্তা গ্রহন করার জন্য সংশ্লিষ্ঠ কর্তৃপক্ষের নিকট জোর দাবী করেছেন।
৮৭