হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের হরিপুরে বড় মোলানীর নিকট চাঁনদের মুখে খালের উপর নতুন ব্রীজ নির্মাণ হওয়ায় দীর্ঘ দিনের পথ চলাচলের জন দুর্ভোগ ঘুচলো দুই গ্রামের ৫ হাজার মানুষের। উপজেলার ১নং গেদুড়রা ইউনিয়নের আদখানা হতে মুন্নাটুলি যাওয়ার রাস্তায় বড় মোলানীর নিকট চাঁনদের মুখে নামক স্থানে খালের উপর দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের অর্থায়ানে ৪৩ লক্ষ ৩৬ হাজার টাকা ব্যায়ে নতুন ব্রিজ নির্মান করা হয়েছে। এতে জন দুর্ভোগ ঘুচিয়ে সুদিন ফিরলো ওই ২ গ্রামের ৫ হাজার মানুষ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের। ওই গ্রামের জমির উদ্দিন, শিক্ষক কলিম উদ্দি,ও ছাত্র-ছাত্রী অবিভাবক ইসমাইল সকলেই বলেন, এই খালের উপর নতুন ব্রীজ নির্মান হওয়ায় আমাদের দীর্ঘ দিনের জন দুর্ভোগ ঘুচলো। হরিপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার এস এম এ করিম বলেন, ২০২৩-২৪ অর্থ বছরে দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আওতায় গ্রামিন অবকাঠামো উন্নয়নের রক্ষনা বেক্ষন ও সংস্কারের লক্ষে টিআর-কাবিখা কর্মসূচির মাধ্যমে গ্রামের কাচা রাস্তার সংস্কার সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ, মুন্দির সংস্কারের কাজ করা হয়েছে। ১নং গেদুড়া ইউনিয়নে ৪৩ লক্ষ ৩৬ হাজার টাকা ব্যায়ে বড় মোলানীর নিকট চাঁনদের মুখে খালের উপর একটি ব্রিজ নির্মাণ করা হয়েছে। এছারাও অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচির আওতায় ৮৭৬ জন শ্রমিকের কর্মসংস্থা করে গ্রামের ৬০ টি রাস্তার সংস্কারের কাজ করা হয়েছে। উপজেলার ৬টি ইউনিয়রেন মানুষ এর সুফল ভোগ করছে।