হরিপুর(ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের হরিপুরে মাদক সহ ধৃত আকরাম হোসেন (৪০)নামে এক আসামী হরিপুর থানা পুলিশের হেফাজতে মৃত্যু হয়েছে বলে মৃতের পরিবারের পক্ষ থেকে পুলিশের প্রতি অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে আজ সোমবার দুপুর ১টা ৪৫মিনিটে হরিপুর হাসপাতালে। মৃত আকরা হোসেন উপজেলার হাটপুকুর গ্রামের আব্দুল তোয়াব এর ছেলে। হরিপুর হাসপাতালের স্বাস্থ ও পঃপঃ কর্মকতা ডা.শামিমুজ্জামান বলেন, থানা পুলিশ রোগী চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে আসার পূবেই সে মারা যায়। এতে মৃতের পরিবারের লোকজন থানা পুলিশের প্রতি ক্ষোভ প্রকাশ করে বলেন পুলিশের হেফাজতেই তার মৃত্যু হয়েছে আমরা এটার সুষ্ঠ বিচার চাই। হরিপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল লতিফ শেখ বলেন , তাদের অভিযোগ সত্য নয়। ১১০ পিচ টাপেন্টাডল ট্যাবলেটসহ আকারম হোসেন(৪০) শফিকুল ইসলাম(৩২) আবু হানিফ (৪৯) নামে ৩ জন আসামীকে রবিবার রাত ২টা৫০মিনিটে এলাকায় মাদক বিরোধী অভিযান চালিয়ে আটক করে থানায় নিয়ে আসা হয়। থানায় মাদক আইনে মামলা করে সোমবার দুপুরে আসামী ঠাকুরগাঁও জেল হাজতে পাঠানোর সময় আকরাম হোসেন অসুস্থবোধ করলে চিকিসার জন্য তাকে তৎখনাত হরিপুর হাসপাতালে পাঠানো হয়। সে খানে সে মারা যায়। এ রিপোট লেখা পর্যন্ত লাশ হরিপুর হাসপাতালেই পুলিশের হেফাজতেই ছিল।
১১৬