Home » হরিপুরে বানর খেলায় চলে সংসার

হরিপুরে বানর খেলায় চলে সংসার

by নিউজ ডেস্ক

হরিপুর (ঠাকুরগাঁও)প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের হরিপুরে বদরুজ্জামান (৫০) নামে এক শারীরিক প্রতিবন্ধীর সংসার চলে বানর খেলা দেখিয়ে। অভাবের তারনায় আর শারীরিক ভাবে প্রতিবন্ধী হওয়ায় সংসারের খরচ যোগাতেই তিনি এই পথ বেছে নিয়েছেন। সে আর কেউ নয় তার বাড়ি হরিপুর উপজেলার জীবনপুর গ্রামে। গত ১৮ এপ্রিল প্রাণিসম্পদ তপ্তরে প্রদর্শণী মেলায় বানর নিয়ে এলে কথা হয় তার সাথে। এ সময় বানর ওয়ালা বদরুজ্জামান বলেন, এই বানরটির নাম সুন্দরী বয়স তার ১৫ বছর। তিন বছর বয়সে কালিগঞ্জ বাজার থেকে ১৩ শত টাকায় ক্রয় করি। ১২ বছর ধরে সে আমার কাছে আছে। তাকে পোষ মানিয়ে বিভিন্ন খেলা শিখিয়েছি। আমি একজন শারীরিক প্রতিবন্ধী মানুষ। অসুখে আমার দুটি কিডনি নষ্ঠ হওয়ার পথে । অর্থঅভাবে চিকিৎসা করতে পারিনা। আমার পরিবারে চার ছেলে মেয়ে ও আমরা দুই স্বামী স্ত্রী সহ ৬ জন সদস্য। বড় মেয়েটিও প্রতিবন্ধী । আয়রোজ গারের কেউ নেই। আমাকেই সংসারের ঘানি টানতে হয়। জায়গা জমিও নেই । শ্রমিকের কাজও করতে পারিনা। তাই বধ্য হয়েই ১২ বছর ধরে হাটে-বাজারে, গ্রাম-গঞ্জে, স্কুল কলেজে সহ বিভিন্ন জায়গায় বানর খেলা দেখাই। এ থেকে যা আয়হয় তা দিয়েই সন্ধায় বাড়ি যাওয়ার সময় পরিবারের জন্য চাল,ডাল কিনে নিয়ে যাই । রান্না করে রাতে সবাই মিলে এক সাথে খাই। এভাবেই চলে আমার সংসার জীবন। সুন্দরী বানরের পিছনে প্রতিদিন ২ শত টাকা খরচ করতে হয়। বর্তমানে ডিজিটাল যুগে এগুলো আর কেউ দেখতে চায় না মোবাইল ফোনেই সবকিছুই দেখতে পাওয়া যায়। তাই আমার আয় ও কমে গেছে । খুব কষ্ঠে জীবন কাটছি।

 

You may also like