হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ভরা বর্ষা মৌসুমে কাঙ্খিত বৃষ্টি না হওয়ায় ঠাকুরগাঁওয়ের হরিপুরে চলছে অগভির নলকুপের(শ্যালো মেশিন) সেচের পানি দিয়ে চলতি রোপা আমনের জমি তৈরী ও আমনের চারা লাগানোর কৃষকের কাজ। হরিপুর থানা পাড়ার কৃষক মোজাফ্ফর বলেন, ভরা বর্ষা মৌসুমে সঠিক সময়ে চাহিদা মতো বৃষ্টির পানি না হওয়ার কারণে কৃষকরা আমন ধারেন চারা রোপনের জন্য জমি তৈরী করতে পারছেনা। এ দিক আমন ধার রোপনের সঠিক সময়ও অতিবাহিত হয়ে যাচ্ছে। পানির অভাবে জমি তৈরী করতে না পারায় অবশেষে বাধ্য হয়ে আমি শ্যালো মেশিন দিয়ে জমিতে পানি সেচদিয়ে আমনের চারা রোপন করছি। এতে বেশী খরচ হলেও চাষাবাদ করতে হচ্ছে। হরিপুর উপজেলা কৃষি অফিসার রুবেল হোসেন বলেন, চলতি মৌসুমে ১৬ হাজার হেক্টর জমিতে রোপা আমনের লক্ষমাত্রা রয়েছে। তবে চাহিদা মোতাবেক বৃষ্টিপাত না হলে কৃষকদের সেচ,সার ও ওষুধের খরচ বৃদ্ধি পাবে।
১৩২