Home » হরিপুরে মরা নোনা খাল খননে কৃষকের মুখে হাসি

হরিপুরে মরা নোনা খাল খননে কৃষকের মুখে হাসি

by নিউজ ডেস্ক

হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ হরিপুরে মরা নোনা খালের খনন কাজ শুরু হওয়ায় মরা খাল ফিরে পাবে প্রাণ আর কৃষকের মুখে ফুটেছে হাসি । হরিপুর উপজেলার যাদুরানী নোনা খালের রড়ব্রিজ হোতে দনগাঁও নোনা ব্রিজ পর্যন্ত প্রায় ৭ কিলো মিটার মরা নোনা খালের খননের কাজ শুরু হয়েছে। এতে নোনা খাল ফিরে পেল তার পানির প্রবাহ এবং কৃষক চলতি ইরি-বোরো মৌসুমে বিনা মূল্যে পাচ্ছে সেচ সুবিধা। এ নিয়ে ওই এলাকার কৃষকের মুখে হাসি ফুটেছে । আর জেলেরা স্বপ্ন বুনছে নোনার বুকে হরেক রকম দেশীয় বাহারী মাছ ধরার। জেলে কালু মিঞা বলেন, এক সময় এই নোনায় বারো মাসেই নদের মত পানির প্রবাহ থাকতো। আমরা নৌকা ও কলার ভেলায় চরে জাল দিয়ে বিভিন্ন প্রজাতির দেশী মাছ ধরতাম। বর্ষা কালে চারিদিকে পানি থৈ থৈ করতো। কিন্ত কালের প্রবাহ আজ সবেই বিলুপ্তির পথে। নদ ও নোনার একই অবস্থা বুকে পরেছে চড়। দীর্ঘ দিন পর হলেও নোনা খাল খনন করার করণে আমরা অনেক খুশি। কৃষক আনিসুর বলেন, এক সময় নোনা খালে অতিরিক্ত পানি থাকার কারণে হাজার হাজার বিঘা জমি অনাবাদি থাকতো। নব্বই দশকের পর থেকে চাষাবাদ মুরু হয়। আমরা নোনার পানি দিয়েই কৃষিকাজ করতাম। কিন্ত ধিরে ধিরে নোনার বুকে চড় পড়ে। পারিন প্রবাহ বন্ধ হয়ে যায়। এতে কৃষিতে খরচ বারে উৎপাদনে উপর প্রভাব পরে। দেরিতে হলেও খাল খনন হওয়ার কারণে এখন কৃষিতে ব্যাপক উন্নয়ন ঘটবে। হরিপুর উপজেলা বরেন্দ্র বহুমুখি উন্নয়ন প্রকল্পের ভারপ্রাপ্ত অফিসার তরিকুল বলেন, কৃষি খাতে উন্নয়ন ও সেচ ব্যবস্থা কৃষকের হাতের মুঠোয় পৌছে দেওয়ার লক্ষে এবং মৎস চাষের সম্প্রসারণ ঘটানোর উদ্দেশ্যে সরকারি ভাবে আমাদের প্রকল্পের মাধ্যমে এ উপজেলার যাদুরানী বড় ব্রিজ থেকে দনগাঁও নোনা ব্রিজ পযন্ত প্রায় ৭ কিলো মিটার মরা নোনা খাল খনন করা হচ্ছে। খনন শেষে ঠাকুরগাঁও-২ সংসদ সদস্য এর শুভ উদ্ধোধন করবেন।

You may also like