হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের হরিপুরে লিচু বাগান গুলোতে মুকুলে থৈ থৈ করছে। তা দেখে লিচু চাষিদের মুখে দেখা যাচ্ছে মুচকি হাসি। লিচু চাষিরা বলছে গত কয়েক বছরের তুলনায় এবছর প্রতিটি গাছের ডালে ডালে মুকুল এসছে। মুকুলের ভারে গাছের ডাল নুয়ে পরছে। লিচু চাষি আবুসালেহ চৌধুরী,আব্দুল মান্নান প্রধান বলেন, গাছে মুকুল আসার পূবেই এবার একটু বৃষ্ঠি হওয়ার কারনে প্রতিটি গাছেই মুকুল হয়েছে। চৈত্রের শুরুতে ফুলগুলি কুড়িতে রুপান্তিরিত হয় । আবহাওয়া অনুকুলে থাকলে জৈষ্ঠমাসের শুরুতে গাছে গাছে লাল টুকটুকে লিচুর দেখা মিলবে। বাগান কেনার জন্য ব্যবসায়ীরা আনাগোনা সুরু হয়েছে। আশা করি দাম ভালো পাবো। হরিপুর উপজেলা কৃষি অফিসার রুবেল হোসেন বলেন, হরিপুরের মাটি বেলে দোআঁশ যুক্ত হওয়ার কারণে এ উপজেলায় ১০ হেক্টও জমিতে চায়না থ্রি, বোম্বাই,মাদ্রাজি, কাঠালি, গোলাপি সহ বিভিন্ন জাতের লিচুর চাষ হয়েছে। শেষ পর্যন্ত আবহাওয়া ভালো থাকলে ফলন ও ভালো হবে।
১৬৮