হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ হিমালয় পাদদেশ ঘেষা হরিপুর উপজেলায় টানা কয়েকদিনের সৈত্য প্রবাহে আর তীব্র শীতের কুয়াসায় ও কনকনে ঠান্ডায় উপজেলার হতদরিদ্র মানুষ শীতবস্ত্র অভাবে কাতরাচ্ছে। সকাল থেকে সন্ধা পর্যন্ত ঘন কুয়াসার চাদরে ঢাকা থাকে উপজেলার রাস্তাঘাট।
ঘনকুয়াশা ও কনকনে ঠান্ডার কারনে উপজেলার অসহায় হতদরিদ্র পরিবার তাদের কমলমতি ছেলে মেয়ে ও বৃদ্ধ বাবামা নিয়ে শীতের কবলে পড়ে চরম বিপাকে পড়েছে। ধনী ও মধ্যবৃত্ত মানুষের শীত নিবারন করার জন্য বিভিন্ন প্রকার গরম কাপড় চোপড় থাকলেও উপজেলার হতদরিদ্র মানুষের শীত নিবারনের জন্য কিছুই নেই। তাই ঐসকল হতদরিদ্র পরিবারের কমলমতি শিশুরা শীত নিবারনের জন্য মাঠঘাট, ক্ষেত খামার থেকে খড়কুটা সংগ্রহ করে আগুন জ্বালিয়ে শীত নিবারণ করেছে। কিন্তু ঐ কমলমতি শিশুরা যে সময়ে স্কুল যাওয়ার কথা সে সময়ে শীতের কাছে পরাজয় বরণ করে শীত থেকে রক্ষা পেতে খড়কুটা সংগ্রহ করে।
তীব্র শীত ও কনকনে ঠান্ডার কারণে এ উপজেলার অনেক শিশু ও বৃদ্ধ শীত জনিত রোগে আক্রান্ত হয়ে মানবেতর ভাবে জীবন যাপন করছে। অথচ এ উপজেলায় অনেক ধনাঢ্য ও রাজনৈতিক ব্যক্তি এবং সমাজসেবা মূলক এনজিও সংগঠন থাকলেও এখন পর্যন্ত কেউ এ হতদরিদ্র মানুষের পাশে এসে দাঁড়ায়নি। তাই সরকার যদি অতি জরুরী ভাবে এ উপজেলার হতদরিদ্র মানুষের পাশে না দাঁড়ায় তাহলে অচিরেই শীত জনিত রোগে আক্রান্ত হওয়ার আশংকা রয়েছে ।