হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ হরিপুর থেকে ঠাকুরগাঁও গামী পাকা সড়কে চৌরঙ্গী স্কুলের পাশে সোহাগ মার্কেটের সামনে পাকা সড়কের পাশে একটি মরা কাঁঠাল গাছ ঝুঁকিপূর্ণ ভাবে রয়েছে। এতে রাতে ও দিনের বেলায় যে কনো সময় সড়কের উপর চলন্ত যানবাহন, স্কুল ও কলেজ গামী ছাত্র-ছাত্রী সহ পথচারীর উপর গাছ ও গাছের ডাল ভেঙ্গে পরে অনাকাক্সিক্ষত দূঘটনা ঘটতে পারে। গাছটি সরানো জন্য স্থানীয়না একাধিকবার জেলা পরিষদ ও উপজেলা প্রশাসন কে বলেও কোন কাজ হয়নি। সোহাগ মার্কেটের মালিক সোহাগ বলেন, গাছটি সরানোর জন্য গত কয়েক মাস পূর্বে আমি উপজেলা নির্বাহী অফিসার কে লিখিত অভিযোগ করেছি কোন কাজ হয়নি। ব্যবসায়ী রাসেল ও মুদি দোকান্দার জসীম সহ অনেকেই বলেন, গাছটি অপসারনের জন্য জেলা পরিষদের সদস্য সাবিনা ইয়াসামন রিপাকে বলা হয়েছে। কিন্ত কি কারণে এই ঝুঁকিপূর্ণ গাছটি কাটা হচ্ছেনা। আমরা আঙ্কেও মধ্যে রয়েছি। করিম নামে এক পথচারি বলেন, এই পাকা সড়ক দিয়ে দিনে-রাতে নাইট কোচ, মিনিবাস, বিআর টিসি, অটোবাইক,পাগলু নছিমন-করিমন, ট্রাক, ভেন মোটর সাইকেল মাইক্রো সহ শতশত যানবাহন চলাচল করে। সামনে ঝড় তুফানের সময় আসছে কার উপর যে বিপদ আসবে তা বলা যাবে না তাই প্রশাসন যেন জরুরী ভাবে ঝুঁকিপূর্ণ এই মরা গাছটি কেটে ফেলেন। LP
৭৬