Home » হরিপুরে হরিবাসর কে কেন্দ্র করে সংর্ঘষঃ প্রতিমা ভাংচুরের অভিযোগ

হরিপুরে হরিবাসর কে কেন্দ্র করে সংর্ঘষঃ প্রতিমা ভাংচুরের অভিযোগ

by নিউজ ডেস্ক

হরিপুর(ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের হরিপুরে হরিবাসর কে কেন্দ্রকরে হিন্দু ও আদিবাসী দুই সম্প্রদায়ের মধ্যে সংর্ঘষের ঘটনা ঘটেছে। এতে হিন্দু সম্প্রদায়ের দুই জন গুরুত্বর জখম সহ প্রতিমা ভাংচুরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় কুচলা পুকুর পাড় আশ্রয়নের সভাপতি শ্রী মেঘনাথ চন্দ্র বাদী হয়ে ২৩ এপ্রিল মঙ্গলবার সন্ধ্যায় আদিবাসী সম্প্রদায়ের ৮ জনের বিরুদ্ধে হরিপুর থানায় একটি লিখিত অভিযোগ করেছেন। জখমি দুইজন রংপুর মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। হরিপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল লতিফ শেখ বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ঘটনাটি ঘটেছে ২২ এপ্রিল সোমবার রাত অনুমান সাড়ে ৮ টায় উপজেলার খোলড়া গ্রামের কুচলা পুকুর পাড়ে আশ্রয়ন প্রকল্পের লালুর বাড়িতে। সভাপতি মেঘনাত চন্দ্র বলেন, মুন্দিরের অর্থ আত্বসাৎ এর বিষয় নিয়ে পূর্বের সভাপতির লোকজনসহ আদিবাসীদের নিয়ে আমাদের সাথে র্তকে জড়িয়ে এক পর্যায়ে সংর্ঘষের সৃষ্ঠি হয় এবং লালুর বাড়িতে হামলা করে মারপিট সহ হরিবাসরের জন্য তৈরী করা নতুন প্রতিমা ভাংচুর করে ।

You may also like