Home » হোয়াটসঅ্যাপে বিরক্তিকর গ্রুপ থেকে অ্যাডমিনকে যেভাবে ব্লক করবেন

হোয়াটসঅ্যাপে বিরক্তিকর গ্রুপ থেকে অ্যাডমিনকে যেভাবে ব্লক করবেন

by অনলাইন ডেস্ক

আজকাল অনেককেই ব্যক্তিগত বা প্রাতিষ্ঠানিক বিভিন্ন কারণেই হোয়াটসঅ্যাপের বিভিন্ন গ্রুপে থাকতে হয়। কিন্তু কিছু ক্ষেত্রে হয়তো গ্রুপ অ্যাডমিনের আচরণ হয়ে ওঠে খুবই বিরক্তিকর। কিন্তু সেই গ্রুপ থেকে বিদায় নেওয়াটাও হয়তো সম্ভব নয় বা সেটা খুব কাজের একটা গ্রুপ। সেক্ষেত্রে গ্রুপ থেকে বের না হয়েও গ্রুপ অ্যাডমিনকে ব্লক করে দেওয়ার উপায় আছে হোয়াটসঅ্যাপে। ইউজার হিসেবে অ্যাডমিনকে ব্লক করে দেওয়া যাবে এখানে।

অ্যাড্রেস বুকে বা কন্ট্যাক্টে নেম সেভ নেই এমন অ্যাডমিনকে যেভাবে ব্লক করবেন।

৩. যদি কোনও প্রম্পট আসে তাহলে মেসেজের ফোন নম্বর অথবা সেন্ড মেসেজে ট্যাপ অথবা ক্লিক করতে হবে।

৪. অ্যাডমিনের সঙ্গে একটি ব্ল্যাংক চ্যাট ওপেন হবে। সেখানে উপরে থাকা ফোন নম্বরের উপর ট্যাপ অথবা ক্লিক করতে হবে।

৫. এরপর ব্লক অপশনে গিয়ে ব্লক করে দিতে হবে।

ফোনের অ্যাড্রেস বুকে আছে এমন অ্যাডমিনের নম্বর ব্লক করতে গেলে–

অ্যন্ড্রয়েডে

১. হোয়াটসঅ্যাপে গিয়ে মোর অপশনে ট্যাপ করতে হবে।

২. এরপর সেটিংসে গিয়ে অ্যাকাউন্টে যেতে হবে।

৩. এরপর সেখানে প্রাইভেসি থেকে ব্লকড কন্ট্যাক্টে যেতে হবে।

৪. সেখানে থাকা “+” সাইনে ট্যাপ করতে হবে।

৫. এরপর কন্ট্যাক্ট লিস্টে থাকা অ্যাডমিনের নাম লিখে তাকে সেই তালিকায় যোগ করতে হবে।

আইফোনে

১. হোয়াটসঅ্যাপে গিয়ে সেটিংসে যেতে হবে।

২. এরপর প্রাইভেসিতে গিয়ে সেখানে থাকা ব্লকড অপশনে যেতে হবে।

৩. ‘অ্যাড নিউ’-তে ট্যাপ করতে হবে।

৪. কন্ট্যাক্ট লিস্ট থেকে অ্যাডমিনের নাম বাছাই করে তাকে ব্লক করতে হবে।

You may also like