ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার মিস্ত্রিপাড়া গ্রামে মঙ্গলবার (২১ জানুয়ারি) দুপুরে নিরাপদ মাংস ও দুগ্ধজাত পণ্যের বাজার উন্নয়নে যৌথ মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল (ইফাদ), ডেনমার্ক দুতাবাস (ড্যানিডা), ও পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর অর্থায়নে এবং ইকো সোশ্যাল ডেভলোপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) কর্তৃক বাস্তবায়িত রুরাল মাইক্রোএন্টারপ্রাইজ ট্রান্সফর্মেশন প্রজেক্ট (আরএমটিপি)-এর উদ্যোগে এ মাঠ দিবস আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ভিসিএফ মো. হাসানুর রহমান। আরও উপস্থিত ছিলেন ভিসিএফ মো. আবু তারেক, মো. আহসান হাবীব, এভিসিএফ মো. আলমগীর, নির্মল চন্দ্র রায় (নিরাপদ সবজি), ইএসডিও’র উন্নয়নকর্মী, প্রাণি খাদ্যের ব্যবসায়ী, ঘাস ব্যবসায়ী, লিড খামারি এবং প্রায় দেড় শতাধিক খামারি।
ভিসিএফ মো. হাসানুর রহমান আরএমটিপি প্রকল্পের আওতায় প্রাণি খাদ্য, নিরাপদ দুধ ও মাংস উৎপাদনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। লিড খামারিরা রেডিফিড, ঘাস, সাইলেজ ও পুষ্টি প্রযুক্তি ব্যবহারের অভিজ্ঞতা শেয়ার করেন।
মাঠ দিবসে লাকি কুপনের মাধ্যমে ২১ জন খামারিকে পুরস্কৃত করা হয়। অংশগ্রহণকারী খামারিরা নতুন জ্ঞান ও অভিজ্ঞতা অর্জন করে উচ্ছ্বাস প্রকাশ করেন। তারা জানান, এসব জ্ঞান কাজে লাগিয়ে তারা আর্থিকভাবে স্বাবলম্বী হতে চান এবং নিরাপদ মাংস ও দুধ উৎপাদনে সচেষ্ট থাকবেন।
নবীন হাসান