Home » ঠাকুরগাঁওয়ে নদী ব্যবস্থাপনা প্রকল্প নিয়ে জনমত যাচাই ও গণশুনানি

ঠাকুরগাঁওয়ে নদী ব্যবস্থাপনা প্রকল্প নিয়ে জনমত যাচাই ও গণশুনানি

by নিউজ ডেস্ক

ঠাকুরগাঁও প্রতিনিধি: পঞ্চগড় ও ঠাকুরগাঁও জেলার নদীগুলোর টেকসই ব্যবস্থাপনা প্রকল্পের পরিবেশগত প্রভাব নিরূপণের লক্ষ্যে জনমত যাচাই সভা ও গণশুনানি অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড ও পরিবেশ অধিদপ্তর ঠাকুরগাঁওয়ের আয়োজনে পৌর শহরের ইএসডিও সেমিনার পক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রকল্প পরিচালক ও পানি উন্নয়ন বোর্ড ঠাকুরগাঁওয়ের তত্ত্বাবধায়ক প্রকৌশলী কৃষ্ণকমল চন্দ্র সরকার। পরিবেশ অধিদপ্তর ঠাকুরগাঁওয়ের সহকারী পরিচালক তামিম হাসানের সভাপতিত্বে এতে আরও উপস্থিত ছিলেন জেলা প্রশাসকের কার্যালয়ের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) পলাশ তালুকদার দীপ, সহকারী ম্যাজিস্ট্রেট তারেক তাহসীন ও পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী গোলাম যাকারিয়া।

প্রকল্পের প্রাথমিক ধারণা উপস্থাপন করেন নির্বাহী প্রকৌশলী গোলাম যাকারিয়া। তিনি নদী ব্যবস্থাপনা প্রকল্পের বিভিন্ন দিক তুলে ধরে এর সম্ভাব্য সুফল সম্পর্কে আলোচনা করেন। পরে, কৃষক ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে প্রকল্পের সুবিধা ও প্রভাব নিয়ে মতবিনিময় হয়।

গণশুনানিতে প্রকল্প এলাকা সংশ্লিষ্ট কৃষক, স্থানীয় বাসিন্দা ও পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা অংশ নেন। তারা নদীগুলোর টেকসই ব্যবস্থাপনার প্রয়োজনীয়তা ও সম্ভাব্য চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করেন।

You may also like