Home » জলঢাকায় ৫৮০ বন্ধু শিশুর পরিবারে উয়িন্টারাইজেশন প্যাকেজ বিতরণ

জলঢাকায় ৫৮০ বন্ধু শিশুর পরিবারে উয়িন্টারাইজেশন প্যাকেজ বিতরণ

by নিউজ ডেস্ক

নীলফামারীর জলঢাকা উপজেলায় সুবিধাবঞ্চিত ও শীতার্ত শিশুদের সহায়তায় “ইএসডিও-কোল্ড ওয়েভ রেসপন্স প্রজেক্ট” এর আওতায় ৫৮০টি বন্ধু শিশুর পরিবারে শীতকালীন সহায়তা প্রদান করা হয়েছে। উপজেলার ছয়টি ইউনিয়ন—খুটামারা, কইমারী, গোলনা, ধর্মপাল, শিমুলবাড়ি এবং মীরগঞ্জে এই সহায়তা বিতরণ করা হয়।

উপকারভোগী পরিবারগুলোর জন্য শীতকালীন সহায়তা প্যাকেজে ছিল শিশুদের জন্য হাত মোজা, পা মোজা, টুপি, হুডি সুয়েটার, বসবাসের ঘর ও গবাদিপশুর জন্য ত্রিপল এবং প্রতিটি পরিবারের জন্য ১ হাজার টাকা নগদ সহায়তা।

সহায়তা গ্রহণ করে বন্ধু শিশু সাদিয়া মনি বলেন, “ইএসডিও এবং প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ থেকে শীতকালীন সহায়তা পেয়ে আমি খুব খুশি। আজ থেকে আমাকে আর ঠান্ডা লাগবে না, সময়মতো স্কুলে যেতে পারবো।”

উল্লেখ্য, এই প্রকল্প বাস্তবায়নে ইকো সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও)-কে সহায়তা করেছে প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ।

You may also like