Home » ক্ষুদ্র উদ্যোক্তাদের মাঝে ইএসডিও’র অনুদানের চেক বিতরণ

ক্ষুদ্র উদ্যোক্তাদের মাঝে ইএসডিও’র অনুদানের চেক বিতরণ

by নিউজ ডেস্ক

ঠাকুরগাঁও প্রতিনিধি
আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল (ইফাদ), ডেনমার্ক দূতাবাস (ড্যানিডা) ও পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর অর্থায়নে ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) বাস্তবায়িত ‘রুরাল মাইক্রোএন্টারপ্রাইজ ট্রান্সফরমেশন প্রজেক্ট (আরএমটিপি)’–এর আওতায় পরিবেশবান্ধব নিরাপদ সবজি উৎপাদন ও বাজারজাতকরণ ভ্যালু চেইন শীর্ষক উপ-প্রকল্পের ক্ষুদ্র উদ্যোক্তাদের মধ্যে উপকরণ ও অনুদানের চেক বিতরণ করা হয়েছে।

বুধবার সকালে ঠাকুরগাঁও শহরের নগর এলাকায় ইএসডিও’র প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে উদ্যোক্তাদের মাঝে ১২ লক্ষ ৪০ হাজার টাকার চেক হস্তান্তর করা হয়। চেক বিতরণ করেন ইএসডিও’র প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক ড. মুহম্মদ শহীদ উজ জামান। এ সময় ইএসডিও’র ঊর্ধ্বতন কর্মকর্তা ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, এ উদ্যোগের মাধ্যমে ক্ষুদ্র উদ্যোক্তারা পরিবেশবান্ধব ও নিরাপদ সবজি উৎপাদন এবং বাজারজাতকরণে আরও দক্ষ হয়ে উঠবেন। এতে গ্রামীণ অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন আসবে বলে আশা করা হচ্ছে।

You may also like