Home » ডা: মোস্তফা আহম্মেদ আর নেই

ডা: মোস্তফা আহম্মেদ আর নেই

by নিউজ ডেস্ক

লোকায়ন রিপোর্ট॥ ঠাকুরগাঁও রোড ইসলানগর অধিবাসী ডা: মোস্তফা আহম্মেদ আর নেই (ইন্না লিল্লাহি …… রাজিউন)। তিনি গতকাল দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে সাড়ে ৩টায় চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। তিনি স্ত্রী, দুই ছেলে, নাতি-নাতনি, আত্মীয়স্বজনসহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান। মৃত্যুকালে তাঁর বয়স ৮৬ বছর। গতকাল বৃহস্পতিবার বাদ মাগরিব ঠাকুরগাঁও রোড ইসলাম নগর প্রাইমারী স্কুল মাঠ প্রাঙ্গণে নামাযে জানাযা অনুষ্ঠিত হয়। জানাযা শেষে তাঁর গ্রামের বাড়ী রাণীশংকৈল উপজেলার আমজানশরীফ গ্রামে দাফন কার্য সম্পন্ন করা হয়।
উক্ত জানাযা নামাজ পড়ান মরহুমের ভাতিজা গদ্দীনশীল পীর কিবলা হাযরাত আব্দুল্লাহ আহাম্মেদ উলুব্বী আ.।
ডা. মোস্তফা আহম্মেদ এর মৃত্যুতে শোকাকত পরিবারের প্রতি শোক ও সমবেদনা প্রকাশ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ইএসডিও নির্বাহী পরিচালক ড. মুহম্মদ শহীদ উজ জামান, পিপি অ্যাডভোকেট আব্দুল হালিম, জিপি অ্যাডভোকেট সারোয়ার হোসেন, দৈনিক লোকায়নের সম্পাদক সাকের উল্লাহ, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এন্তাজুল হক প্রমুখ।

You may also like