Home » ইএসডিও’র কার্যক্রম পরিদর্শনে হেকস/ইপার প্রতিনিধি দল

ইএসডিও’র কার্যক্রম পরিদর্শনে হেকস/ইপার প্রতিনিধি দল

by নিউজ ডেস্ক

ইএসডিও’র বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম পরিদর্শন করেছেন হেকস/ইপার হেডকোয়ার্টার, সুইজারল্যান্ডের থিমেটিক এডভাইজার ফর ক্লাইমেট চেঞ্জ, এনভায়রনমেন্ট এন্ড রেসিলিয়েন্স এ্যারাবেলা ফিলিপনা এবং হেকস/ইপার, বাংলাদেশের পার্টনারশীপ কোঅর্ডিনেটর অসীম রায়।

শুক্রবার সকালে প্রতিনিধি দলটি ইকো পাঠশালা অ্যান্ড কলেজ চত্বরে শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এরপর বিকেলে তারা ইএসডিও’র লোকায়ন জীবনবৈচিত্র্য জাদুঘর পরিদর্শন করেন এবং প্রতিষ্ঠানটির কার্যক্রম সম্পর্কে অবহিত হন।

পরিদর্শন শেষে প্রতিনিধি দলটি ইকো পাঠশালা অ্যান্ড কলেজের শিক্ষার্থী ও ইএসডিও’র উন্নয়ন কর্মীদের পরিবেশনায় পরিবেশ সচেতনতা বিষয়ক বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা উপভোগ করেন।

এ সময় ইকো পাঠশালা এন্ড কলেজের অধ্যক্ষ ও ইএসডিও’র পরিচালক প্রশাসন সেলিমা আখতার তাদের উত্তরীয় পড়িয়ে দেন এবং ক্রেস্ট প্রদান করেন। ইএসডিও’র কার্যক্রম সম্পর্কে সন্তোষ প্রকাশ করেন তারা।

You may also like