ইতালির মার্কে অঞ্চলের পবিকোয় একশো বছরেরও বেশি আগে গঠন করা হয়েছিল এই ক্লাব। মূলত ১৮৭৯ সালে পাত্রপাত্রীদের মধ্যে ঘটকালির মঞ্চ হিসেবে চালু হয় এটি।
প্রতি বছর সেপ্টেম্বর মাসে পবিকো শহরে ‘কুৎসিতদের উৎসব’ অনুষ্ঠিত হয়। সেই উৎসব গানবাজনা, নাচ ও হাস্যরসে ভরা। কেওই নিজেকে বিশেষ গুরুত্ব দেয় না। তিন দিনের এই গণ উৎসবে স্থানীয় ভুট্টার পদের মতো খাবার পাওয়া যায়।
এবার সেরা কুৎসিতের খেতাব কে পাবেন? দানিয়েলে ইসাবেতিনি এই নিয়ে পাঁচ বার সেই খেতাব জিতে নিলেন। তবে চলতি বছর তিনিই একমাত্র প্রতিযোগী ছিলেন।
তিনি বলেন ‘এবার কেউ আমার বিপক্ষে দাঁড়ানোর সাহস পায় নি। আমি খেতাব জিতে খুব খুশি। আগামী বছরও অংশ নেব। দশ বছর ধরে আমি নির্বাচিত হতে চাই। আমি একটি কথাই বলবো। তোমরা পবিকোয় এসো। এখানে আমরা সবাই খুব ভালো আছি। সবাইকে ধন্যবাদ, সবার জন্য চুম্বন।’
কোনো এক দিন তিনি কুৎসিতদের ক্লাবের সভাপতি হবার স্বপ্ন দেখেন।
সূত্র : ডয়চে ভেলে